গত ২৩ জুন পূর্ণ হলো বলিউডের অন্যতম সফল ও দর্শক নন্দিত সিনেমা ‘কৃষ’ এর ১৫ বছর।
এর একদিন পরেই কৃষ ফোর নিয়ে আসার ঘোষণা দিলেন এই সিনেমার সুপারহিরো হৃতিক রোশন।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে হৃতিক লেখেন, ‘অতীতের ঘটনা শেষ। দেখা যাক ভবিষ্যতে কী আসছে। কৃষ ফোর।’
এরপর আলাদা আলাদা হ্যাশট্যাগ দিয়ে লিখেন, ‘কৃষের ১৫ বছর’ ও ‘কৃষ ফোর’।
২০০৩ সালে মুক্তি পায় কৃষ ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা কোয়ি মিল গ্যায়া। এই সিনেমার হাত ধরেই ২০০৬ সালে মুক্তি পায় কৃষ। এরপর ২০১৩ সালে মুক্তি পায় কৃষ থ্রি।
এরপর গত দুই তিন বছর ধরেই জল্পনা চলছিল কৃষ সিরিজের পরবর্তী সিনেমা নিয়ে।
সবশেষ ২০১৮ সালে পরিচালক রাকেশ রোশন ঘোষণা করেছিলেন ২০২০ সালে মুক্তি পাবে কৃষ ফোর।
এরপর ২০১৯ সালে একটি ইন্টারভিউতে হৃতিক জানিয়েছিলেন শিগগিরই শুরু হবে কৃষ ফোর এর শুটিং।
কিন্তু মাঝে রাকেশ রোশনের অসুস্থতাসহ নানা কারণে পিছিয়ে যায় সিনেমার কাজ।
ফলে কিছুটা হতাশও হয়েছিলেন এই সুপারহিরোর ভক্তরা। তবে হৃতিকের পোস্টের পর ফের খুশির হাওয়া বইছে ভক্তদের মাঝে।