বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুক্রবার ফারিয়ার পোলাও চাই-ই চাই

  •    
  • ২৫ জুন, ২০২১ ১৭:১১

পোলাওয়ের সঙ্গে কোন খাবারটি ফারিয়ার বেশি পছন্দ, জানতে চাইলে তিনি বলেন, ‘পোলাওয়ের সঙ্গে আমার সবচেয়ে পছন্দ বাদাম রোস্ট এবং গরুর মাংস ভুনা।’

দুই বাংলাতেই জনপ্রিয় নুসরাত ফারিয়া। আশিকি খ্যাত এ অভিনেত্রীর আরও অনেকের মতোই আছে নানা রকম শখ। এই তো কিছুদিন আগে জানিয়েছিলেন তার সংগ্রহে রয়েছে ১২০০ জোড়া জুতা। এটা তার শখগুলোর একটি।

শুক্রবার আরেকটি শখের কথা জানালেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। আর সেটি হলো, শুক্রবার আসলেই দুপুরের খাবার টেবিলে তার পোলাও চাই-ই চাই। কাজের জন্য বাইরে থাকলে অন্য বিষয়। কিন্তু ঘরে থাকলে যদি শুক্রবারে পোলাও না পান, তাহলেই মন খারাপ হয়ে যায় তার।

শুক্রবার দুপুরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ছবিতে ফারিয়াকে বিষণ্ন চেহারায় দেখা যাচ্ছে। এই বিষণ্নতাকে ইঙ্গিত করে তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যখন শুনি, শুক্রবারে পোলাও রান্না হয় নাই।’

বিষয়টি নিয়ে নুসরাত ফারিয়ার সঙ্গে কথা হয়ে নিউজবাংলার। নুসরাত ফারিয়া বলেন, ‘শুক্রবার দিন বাসায় পোলাও-মাংস রান্না হয়। ছোটবেলা থেকেই এমনটা দেখে আসছি। তাই অভ্যাস হয়ে গেছে। যখন শুনি শুক্রবার পোলাও হয়নি, তখন মনটা খারাপ হয়ে যায়।’

পোলাওয়ের সঙ্গে কোন খাবারটি ফারিয়ার বেশি পছন্দ, জানতে চাইলে তিনি বলেন, ‘পোলাওয়ের সঙ্গে আমার সবচেয়ে পছন্দ বাদাম রোস্ট এবং গরুর মাংস ভুনা।’

বিভিন্ন লুকে নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

সিনেমায় অভিনয়ের জন্য নুসরাত ফারিয়াকে শরীর ঠিক রাখতে হয়। এই ধরনের খাবার তার শরীরের জন্য ভালো না খারাপ জানতে চাইলে তিনি বলেন, ‘এক দিন, এক বেলা এগুলো খেলে অসুবিধা নেই। তা ছাড়া এক দিন, এক বেলা তো একটু চিট করাই যায়।’

নুসরাত ফারিয়া সম্প্রতি একটি কাজ করেছেন। তার ভিডিও ও ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। কিন্তু সেটা কী কাজ, তা বলেননি।

এ ছাড়া ফারিয়া অপারেশন সুন্দরবন, ঢাকা ২০৪০ সিনেমাগুলোর কাজ শেষ করেছেন। কলকাতায় বিবাহ অভিযান সিনেমার দ্বিতীয় কিস্তিতে অভিনয় করার কথা রয়েছে তার। কিন্তু কোভিডের কারণে শুরু হচ্ছে না সিনেমার শুটিং।

এ বিভাগের আরো খবর