বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনুপম খেরকে চেনেন না তার এলাকারই মানুষ!

  •    
  • ২৫ জুন, ২০২১ ১৫:০১

রূপালি পর্দা ও বিভিন্ন টিভি শো এর বদৌলতে সুপরিচিত মুখ তিনি। শুধু ভারতই নয় বিশ্বের অনেক দেশেই রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। কিন্তু তাকেই চিনলেন না তার এলাকারই মানুষ!

বলিউডের খ্যাতিমান অভিনেতা অনুপম খের। নিজের ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন জাঁদরেল এই অভিনেতা।

রূপালি পর্দা ও বিভিন্ন টিভি শো এর বদৌলতে সুপরিচিত মুখ তিনি। শুধু ভারতই নয় বিশ্বের অনেক দেশেই রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী।

কিন্তু তাকেই চিনলেন না তার দেশেরই মানুষ! শুধু দেশের বললে ভুল হবে, তার জন্মস্থান হিমাচল প্রদেশের বাসিন্দাই চিনলেন না তাকে!

এমন এক বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ অভিনেতা। তাই মজা করে বলেছেন, ‘এক বালতি পানিতে ডুবে মরতে ইচ্ছে করছে আমার!’

এই ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনুপম।

গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে নিজের গ্রামে রয়েছেন এই অভিনেতা। সেখানে থাকাকালীন একদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হাঁটার সময় পথের মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় তার।

ভিডিওতে দেখা যায়, একথা সেকথার পর জ্ঞানচাঁদ ঠাকুর নামের ওই ব্যক্তিকে অনুপম জিজ্ঞেস করেন উনি তাকে চেনেন কি না। সরল ভাবে সেই ব্যক্তি সেই প্রশ্নের জবাবে না বলেন।

এরপর অভিনেতা নিজের মাস্ক খুলে তাকে জিজ্ঞেস করেন যে এবার চেনা লাগছে কি না। এবারও লোকটি হাসির সঙ্গে জবাব দেন ‘না’।

অনুপম জিজ্ঞেস করেন, ‘দাদা কি সিনেমা দেখেন?’ ওপাশ থেকে জবাব আসে, ‘দেখি, তবে কম।’

এসব শুনে যারপরনাই অবাক হয়েছেন খ্যাতিমান এই অভিনেতা।

তারপর মজা করেই চোখে মুখে বিষন্ন ভাব নিয়ে বলেন, ‘এই লজ্জা আমি লুকাই কোথায়? এক বালতি জলে ডুবে মরতে ইচ্ছে করছে আমার!’

এই ভিডিওটি পোস্ট করে অনুপম লিখেছেন, ‘আমি সব সময় গর্বের সঙ্গে বিশ্বের কাছে ঘোষণা করি যে, আমি ৫১৮ টি সিনেমা করেছি। আমার ধারণা যে প্রত্যেকে (অন্তত ভারতে) আমাকে চেনে।’

এরপর ওই ব্যাক্তির নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘তবে জ্ঞানচাঁদ জি খুব নিরীহভাবে আমার আত্মবিশ্বাসকে ছিন্নভিন্ন করে দিয়েছে। আমার পরিচয় নিয়ে তার কোনো ধারণা ছিল না। এটি মজাদারভাবে হৃদয় বিদারক এবং তবুও সুন্দরভাবে সতেজ! আমাকে আমার পা মাটিতে রাখতে সাহায্য করার জন্য আমার বন্ধুকে ধন্যবাদ!’

এ বিভাগের আরো খবর