অনলাইনে মদ কিনতে গিয়ে বিপাকে পড়লেন বলিউডের জাঁদরেল অভিনেত্রী শাবানা আজমি।
অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এর আগে অনেক তারকাই তাদের তিক্ততার কথা জানিয়েছেন। কিন্তু এবার সরাসরি অনলাইন প্রতারণার শিকার হলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
টুইট করে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
শাবানা আজমির কথায়, অর্ডার করে পুরো টাকা পেমেন্ট করা হলেও তিনি মদ পান নি। এমনকি যে অনলাইন প্রতিষ্ঠানে মদের অর্ডার করেছিলেন সেখানকার নম্বরে একাধিকবার যোগাযোগ করেও ব্যর্থ হয়েছেন তিনি।
সেই টুইটে শাবানা অভিযোগ তুলেছেন মুম্বাইয়ের ‘লিভিং লিক্যুইড’ নামে একটি স্পষ্ট ও অনলাইন মদ ডেলিভারি প্রতিষ্ঠানের নামে।
হ্যাশটাগ ‘লিভিং লিক্যুইড’ দিয়ে টুইটে অভিনেত্রী লিখেন, ‘সাবধান, আমি এদের কাছে প্রতারিত হয়েছি। মদ কেনার জন্য পুরো টাকা পেমেন্ট করেছি। কিন্তু অর্ডার নেয়ার পর তাদেরকে বারবার ফোন দেয়া হলেও তারা আর আমার ফোন ধরেন নি।’
পাশাপাশি টুইটে ওই প্রতিষ্ঠানের অনলাইন পেমেন্ট নম্বরও শেয়ার করেছেন শাবানা।
শাবানা আজমির এই টুইটের পর রীতিমতো হতবাক অনেকে। কেউ কেউ আবার মদ কেনার জন্য বর্ষীয়ান এই অভিনেত্রীকে নিয়ে রসিকতা করতেও পিছপা হননি।
তবে আবার অনেকেই পরামর্শ দিয়েছেন এই প্রতারণার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হতে।