বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রাশ্মিকা মান্দানা। তাকে একনজর দেখতে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তার এক ভক্ত।
আকাশ ত্রিপাঠী নামের রাশ্মিকার সেই ভক্ত পাড়ি দিয়েছেন তেলেঙ্গানা থেকে কর্ণাটক।
তেলেঙ্গানা থেকে ট্রেনে চেপে মাইশুর, সেখান থেকে একটি মালবাহী অটোতে করে মগগুলা পৌঁছান আকাশ।
সেখান থেকে গুগল মানচিত্রের সাহায্যে অভিনেত্রীর জন্মস্থান কর্ণাটকের বিরাজপেটে হাজির হন তিনি।
সেই এলাকায় পথচারীদের জিজ্ঞেস করতে থাকেন অভিনেত্রীর বাড়ির ঠিকানা। এতে একাবাসীর সন্দেহ জাগে অভিনেত্রীর সেই ভক্ত আকাশের ওপর। এ জন্য তারা পুলিশ ডাকে।
পরে পুলিশ এসে আকাশকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। তাতেও রাজি হননি আকাশ।
এরপর তাকে জানানো হয় অভিনেত্রী এই মুহূর্তে কর্ণাটকে নেই, মুম্বাইয়ে রয়েছেন।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। ছবি: সংগৃহীত
২০১৬ সালে কন্নড় সিনেমা কিরিক পার্টি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর তেলেগু সিনেমায় চুটিয়ে কাজ করছেন রাশ্মিকা।
গীতা গোবিন্দম, চালো, ডিয়ার কমরেড, সারিলেরু নিকেভ্যারুসহ বেশ কিছু সুপারহিট তেলেগু সিনেমা দিয়ে জয় করেন দর্শকের হৃদয়।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। ছবি: সংগৃহীত
এখন মিশন মজনু নামের একটি সিনেমা দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। শুটিংও শুরু হয়েছে সিনেমাটির।
এই সিনেমায় বলিউডের হালের ক্রেজ সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করছেন রাশ্মিকা।
১৯৭০ সালে ভারত-পাকিস্তানের মধ্যকার এক গোপন অপারেশনের গল্প নিয়ে সিনেমা মিশন মজনু।
এ ছাড়া বলিউডের কুইন সিনেমার খ্যাতিমান পরিচালক বিকাশ বহেলের আসন্ন সিনেমাগুডবাইতেও অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে রাশ্মিকাকে।