২০০৩ সালে মুক্তি পেয়েছিল হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘কিল বিল’।
আমেরিকান মার্শাল আর্ট নির্ভর এই সিনেমাটি নির্মাণ করেছিলেন খ্যাতিমান পরিচালক কোয়েন্টিন টরেন্টিনো।
ব্যাপক অ্যাকশন নির্ভর এই সিনেমার মূখ্য চরিত্রে উমা থুরম্যানের অভিনয় করেন আজও স্মরণ করে দর্শকরা।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, এবার এই কিল বিল সিনেমার হিন্দি রিমেক নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ।
যদিও এ ব্যাপারে অনুরাগ কাশ্যপ কিংবা তার টিমের কেউ মুখ খোলেননি এখনও।
তবে এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক পরিচালকের ঘনিষ্ঠ একজন জানান, এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই সিনেমার ব্যাপারটি। তবে এই খবর সংবাদমাধ্যমের কাছে কীভাবে পৌঁছালো সেটাই বুঝে উঠতে পারছি না!
সিনেমাটির হিন্দি রিমেকে উমা থুরম্যানের ভূমিকায় কৃতি শ্যাননকে দেখা যাবে সেই খবরের সত্যতাতেও সায় জানিয়েছেন অনুরাগের সেই ঘনিষ্ঠজন।
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: ইনস্টাগ্রাম
শোনা যাচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই নাকি একাধিক মার্শাল আর্ট আর তলোয়ার ও বন্দুক চালানোর প্রশিক্ষণও শুরু করে দেবেন কৃতি।