প্রকৃতিতে এখন আষাঢ় মাস। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কাজ না থাকলে, ঘরে বসে বৃষ্টি দেখতে ভালো লাগলেও, যারা কাজে বাইরে বা রাস্তায় থাকেন তাদের জন্য বৃষ্টি সমস্যা তৈরি করে।
চিত্রনায়িকা বুবলীর অবস্থা একেবারে সে রকম। বৃষ্টি তার অন্যতম প্রিয় ঋতু। বৃষ্টি মুডেও থাকছেন ইদানীং। কিন্তু কাজের সময় বৃষ্টি এলে তিনি কিছুটা বিরক্ত হন।
সোমবার সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা।
চারটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘প্রিয় বৃষ্টি, তোমাকে অনেক অনেক ভালোবাসি। কিন্তু শুটিংয়ের আগে বা পরে আসলে হয় না? শুটিং এর সময়ই কেনো আসতে হবে?’
বৃষ্টিকে অনুরোধের সুরে তিনি লেখেন, ‘প্লিজ, কথা শোনো’। হ্যাসট্যাগ দিয়ে লেখেন, ‘খোলা চিঠি বৃষ্টির কাছে’, ‘বৃষ্টি মুড’।
বুবলী এখন অভিনয় করছেন রিভেঞ্জ নামের সিনেমায়। এতে বুবলীকে দেখা যাবে রোশানের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করছেন মো. ইকবাল।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে দৃশ্যধারণে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু শুটিং থেমে নেই। এখন রাজধানীর প্রিয়াঙ্কা শুটিংস্পটে চলছে দৃশ্যধারণ। আর ৭-৮ দিন লাগবে শুটিং শেষ করতে।’
রিভেঞ্জ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং। ছবি: সংগৃহীত
সোমবার সিনেমাটির আরেকটি স্থিরচিত্র প্রকাশ পেয়েছে অনলাইনে। রিভেঞ্জ সিনেমার নায়ক রোশান তার ফেসবুক পেজে অ্যাকশন দৃশ্যের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, চারদিকে অনেক মানুষ, তার মধ্যে মারপিট করছেন রোশান ও সহশিল্পী।
পরিচালক বলেন, ‘ছবিটি দেখে সবাই ভালো লাগার কথা জানাচ্ছেন। সিনেমা আরও ভালো হয়েছে। অপেক্ষা করেন, বাংলা সিনেমাকে অনেক দূর নিয়ে যাব।’
কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন পরিচালক।