বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছবিটা ফেসবুকে দিতে পার: নুহাশকে মা

  •    
  • ২১ জুন, ২০২১ ১৪:২৩

দুটি ছবি পোস্ট করে নুহাশ ক্যাপশনে লিখেছেন, ‘বাবা আমাকে রোদের মধ্যে ভিটামিন ডি ডোজ দিচ্ছেন। আমার মা পুরনো এ ছবিটি খুঁজে পেয়েছেন এবং ভেবেছেন যে, এটা আমার আপলোড করা উচিত।’

রোববার ছিল বাবা দিবস। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ঘরে-বাইরে নানাভাবে বাবাদের শ্রদ্ধা জানিয়েছেন সন্তানেরা।

রোববার গভীর রাত থেকে শুরু করে সারা দিন বিভিন্ন কথায়, ছবিতে মুখর ছিল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

বাবা দিবসের শেষ বেলায় অর্থাৎ রোববার রাতে বাবাকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। নুহাশের বাবা দেশের নন্দিত ও জনপ্রিয় লেখক, সাহিত্যিক, পরিচালক প্রয়াত হুমায়ূন আহমেদ।

নুহাশ দুটি ছবি পোস্ট করেছেন। একটি নুহাশ ও তার মায়ের ইনবক্স কথোপকথন। যেখানে নুহাশের মা নুহাশকে একটি ছবি পাঠিয়ে বলেছেন, ‘বাবা দিবসে তুমি এই ছবিটি ফেসবুকে দিতে পার।’

মায়ের পাঠানো সেই ছবিটিই হলো নুহাশের পোস্ট করা দ্বিতীয় ছবি। যেখানে দেখা যাচ্ছে, একদম ছোট্ট নুহাশকে কোলে নিয়ে আছেন হুমায়ূন আহমেদ।

দুটি ছবি পোস্ট করে নুহাশ ক্যাপশনে লিখেছেন, ‘বাবা আমাকে রোদের মধ্যে ভিটামিন ডি ডোজ দিচ্ছেন। আমার মা পুরনো এ ছবিটি খুঁজে পেয়েছেন এবং ভেবেছেন যে, এটা আমার আপলোড করা উচিত।’

তিনি আরও লিখেছেন, ‘বাবা না থাকলে বাবা দিবস কারও কাছে অম্লমধুর হতে পারে। কিন্তু একজন অসাধারণ মা এর সব পুষিয়ে দেয়ার জন্য যথেষ্ট।’

নুহাশ শেষে লেখেন, “তাদের সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা, যাদের ‘স্বাভাবিক’ পরিবার নেই। তুমি একা নও, তুমিও ভালোবাসার।’’

নুহাশ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মুভিং বাংলাদেশ’। কীভাবে একদল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেলল, সে গল্পই দেখানো হবে সিনেমায়।

সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে মার্শে দ্যু ফিল্ম বা সিনেমা বাজারে স্থান করে নিয়েছে। এটি ফিল্ম কেনাবেচার এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে চলচ্চিত্র দুনিয়ার বাঘা বাঘা পেশাদার প্রযোজক ও ডিস্ট্রিবিউটররা একত্রিত হন। এই বিভাগ থেকে পছন্দের সিনেমাতে প্রযোজনা বা পরিবেশনাসহ নানা কাজে যুক্ত হন।

এ বিভাগের আরো খবর