বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্ব বাবা দিবসে মাকেই শুভেচ্ছা জানালেন সুস্মিতার মেয়ে

  •    
  • ২০ জুন, ২০২১ ২১:১৫

সেই ছবির ক্যাপশনে রেনে লিখেছেন, ‘শুভ বাবা দিবস মা। তুমি আমার ও আলিশার জন্য বাবা-মা দুই জগতেই সেরা।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমো।

বিশ্ব বাবা দিবসে সবাই যখন বাবাকে শুভেচ্ছা আর ভালোবাসার কথা জানাচ্ছেন তখন সাবেক মিস ইউনিভার্স বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে রেনে সেন।

ইনস্টাগ্রামে রোববার মা সুস্মিতা ও বোন আলিশার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রেনে।

সেই ছবির ক্যাপশনে রেনে লিখেছেন, ‘শুভ বাবা দিবস মা। তুমি আমার ও আলিশাকে দুই জগতের সেরাটাই দিয়েছ।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমো।

১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘মিস ইউনিভার্স’ মুকুট জেতেন সুস্মিতা। এরপর ২০০০ সালে তার ক্যারিয়ার যখন ঠিক চূড়ায় তখন মাত্র ২৪ বছর বয়সে রেনে-কে দত্তক নেন সুস্মিতা।

এরপর ২০১০ সালে আরও এক কন্যা সন্তান আলিশাকে দত্তক নেন সুস্মিতা। তারপর রেনে ও আলিশাই হয়ে ওঠে সুস্মিতার জগত। বর্তমানে রেনের বয়স ২১ আর আলিশার ১২ বছর।

শুধু দত্তক নেয়াই নয়, দুই সন্তানকেই সুন্দরভাবে বড়ও করে তুলছেন এই অভিনেত্রী।

একাই সন্তানদের মা ও বাবার দায়িত্ব পালন করে চলেছেন সুস্মিতা। তাই শুধু মা দিবসে নয়, বাবা দিবসের শুভেচ্ছাও তার প্রাপ্য তো বটেই।

এ বিভাগের আরো খবর