বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিক্ষোভের মুখে অক্ষয়, পোড়ানো হলো কুশপুত্তলিকা

  •    
  • ১৯ জুন, ২০২১ ১৭:৫৪

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, বেশ কিছু দিন ধরেই এই সংগঠন দুইটি ‘পৃথ্বীরাজ’ সিনেমার নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। ‘পৃথ্বীরাজ’ বলে মহান সম্রাটকে অপমান করা হচ্ছে বলেই তাদের মত।

বেশ কিছু দিন ধরেই বলিউড অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমা পৃথ্বীরাজ এর নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে হিন্দুত্ববাদী সংগঠন রাজপুত করনি সেনা।

এবার একই দাবি জানিয়ে শুক্রবার অক্ষয়ের বিরুদ্ধে বিক্ষোভ করে কুশপুত্তলিকা পোড়াল দেশটির আরেক সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা।’

অক্ষয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজক আদিত্য চোপড়ার কুশপুত্তলিকাও পোড়ানো হয়।

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, বেশ কিছু দিন ধরেই এই সংগঠন দুইটিপৃথ্বীরাজ সিনেমার নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। পৃথ্বীরাজ বলে মহান সম্রাটকে অপমান করা হচ্ছে বলেই তাদের মত।

অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার দাবি সিনেমাটির নাম হওয়া উচিত ‘হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ বা ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান।’ একই দাবি রাজপুত করনি সেনা সংগঠনটিরও।

তাদের মতে সর্বশেষ স্বাধীন হিন্দু সম্রাট হিসেবে রাজত্ব করে গিয়েছেন পৃথ্বীরাজ চৌহান। তাই সম্রাটের প্রতি সম্মান জানিয়ে সিনেমার নাম ঠিক করা উচিত।

অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা দাবি জানায়, সিনেমাটি মুক্তির আগে ক্ষত্রিয় ও রাজপুত সমাজের মাথাদের দেখাতে হবে। তারাই ঠিক করবে সিনেমাটি আসলে লোকসমাজে দেখানোর যোগ্য কি না।

পৃথ্বীরাজ সিনেমার পোস্টারে অক্ষয় কুমার ও মানুষী চিল্লার। ছবি: সংগৃহীত

সংগঠনটি আরও দাবি পক্ষ থেকে বলা হয়, নির্মাতারা যদি তাদের দাবি মেনে না নেয়, তবে পৃথ্বীরাজকেও যোধা আকবর ও পদ্মাবত সিনেমার মতোই বিরোধের মুখে পড়তে হবে।

এই সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার।

এ বিভাগের আরো খবর