বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ছায়াবৃক্ষ’র কাজ শেষ হচ্ছে শ্রীমঙ্গলে

  •    
  • ১৯ জুন, ২০২১ ১৬:৩৪

নিরব বলেন, ‘আমরা এখান থেকে খবর পাচ্ছি যে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু এত বৃষ্টি হচ্ছে না। তবে দুপুর সাড়ে তিনটার দিকে একবার করে বৃষ্টি হচ্ছে এখানে।’

সরকারি অনুদানের সিনেমা ছায়াবৃক্ষ। বন্ধন বিশ্বাসের পরিচালনায় সিনেমাতে উঠে আসবে চা বাগানের শ্রমিকদের নানা ঘটনা। সিনেমার শেষ লটের কাজ চলছে শ্রীমঙ্গলে। রোববার শেষ হচ্ছে সিনেমার দৃশ্যধারণ।

নিউজবাংলাকে পরিচালক বলেন, ‘আমাদের শেষ লটের শুটিং চলছে। ১৬ জুন থেকে শুরু করেছিলাম। আশা করছি আগামীকাল (২০ জুন) দৃশ্যধারণ শেষ হবে। সিনেমার সব অভিনয়শিল্পীদের নিয়েই এখানে শেষ লটের শুটিং শেষ করছি।’

নিউজবাংলাকে সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা নিরব বলেন, ‘আমরা এখান থেকে খবর পাচ্ছি যে ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু এত বৃষ্টি হচ্ছে না। তবে দুপুর সাড়ে তিনটার দিকে একবার করে বৃষ্টি হচ্ছে এখানে। সেটাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। শুটিং ভালোই চলছে।’

সিনেমায় আরও অভিনয় করছেন অপু বিশ্বাস, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু।

বাঁ থেকে- নিরব, অপু বিশ্বাস, সুমিত ও নওশাবা। ছবি: সংগৃহীত

অধিকাংশ সিনেমায় মেক-আপ করে অভিনয়শিল্পীদের উজ্জ্বল করলেও, ছায়াবৃক্ষ সিনেমায় অভিনয়শিল্পীদের মুখে কালো রং ব্যবহার করে অনুজ্জ্বল করা হয়েছে। এটা সিনেমার অন্যতম চমক। এমন লুকে পুরো একটি সিনেমায় এ অভিনয়শিল্পীদের আগে দেখা যায়নি।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব। সিনেমাটি ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানপ্রাপ্ত। সিনেমা কাজ শুরু হয় গত বছর। তানভীর আহমেদের চিত্রনাট্যে সিনেমাটি।

এ বিভাগের আরো খবর