চুরির অভিযোগে ভারতের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘ক্রাইম পেট্রোল’ ও ‘সাবধান ইন্ডিয়া’র দুই অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সুরভী শ্রীবাস্তব ও মহসিনা শেখ নামে ওই দুই অভিনেত্রীর বিরুদ্ধে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ ওঠে। মুম্বাইয়ের রয়্যাল পামস সোসাইটিতে ওই অভিনেত্রীদের সঙ্গে থাকা এক পেইং গেস্ট অভিযোগটি করেন।
মুম্বাই পুলিশের উপকমিশনার (ডিসিপি) চৈতন্য দেশটির সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্ত দুই অভিনেত্রী অনেক দিন ধরেই মুম্বাইয়ের অভিজাত এলাকা রয়্যাল পামস সোসাইটিতে থাকছিলেন। আচমকাই সেখানকার আরেক বাসিন্দার লক্ষাধিক টাকা চুরি যায়।
এ নিয়ে সুরভী ও মহসিনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী।
পুলিশ জানায়, দুই অভিনেত্রীকে সিসিটিভি ফুটেজ দেখানোর পর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন অপরাধের কথা স্বীকার করেন তারা। চুরির টাকা কোথায় রেখেছেন, সেই জায়গাও দেখিয়ে দেন।
তবে কী কারণে তারা এ ধরনের অপরাধ করলেন, সে বিষয়ে কিছুই জানাননি দুই অভিনেত্রী।
পুলিশের অনুমান, অপরাধমূলক ধারাবাহিকে কাজ অবচেতনে তাদের মনে ছায়া ফেলেছিল। তার থেকেই হয়তো এই অপরাধ।