বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবের ‘ডিসিশন মেকার’ হিসেবে যুক্ত হয়েছেন দেশের চলচ্চিত্র কর্মী তারেক আহমেদ। তিনি মূলত কান ফিল্ম ফেস্টিভ্যালের চলচ্চিত্র বাজারে যে তথ্যচিত্রগুলো জমা পরবে সেখানে ‘ডিসিশন মেকার’ হিসেবে কাজ করবেন।
কানে এমন আনুষ্ঠানিক দায়িত্ব বাংলাদেশ থেকে তারকে মাহমুদই প্রথম পেয়েছেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন তারেক মাহমুদ নিজেই।
তিনি বলেন, ‘এবার কান ফোকাস করেছে সাউথ এশিয়াকে। তাই তারা আমাকে নির্বাচন করেছে। এখানে আমার কাজ মূলত যারা তথ্যচিত্রের জন্য প্রজেক্ট জমা দেবেন তাদের বিভিন্ন পরামর্শ দেয়া। এই কাজগুলো আমি অনলাইনে করব।’
তিনি আরও বলেন, ‘এর বাইরে আরও একটি কাজ করা যাবে, সেটি হলো, কানে পার্টির মতো নানা আয়োজন থাকে। সেখানে চলচ্চিত্র ও টিভির অনেক মানুষ থাকেন। সেখানে আমাদের দেশের সিনেমা বা টিভি মিডিয়ায় কীভাবে ভ্যালু অ্যাড করা যায়, তা নিয়েও কথা বলার সুযোগ পাওয়া যাবে। এটা কিন্তু ডিসিশন মেকারের বাইরের কাজ।’
শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি পাঠান নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। ঢাকা ডকল্যাবের পক্ষ থেকে তিনি জানান, ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ বিশ্বের অন্যতম প্রধান মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে 'ডিসিশন মেকার' হিসাবে মনোনীত হয়েছেন।
এটি বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য সুখবর।
তারেক আহমেদ স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন কর্মী ও আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সাবেক পরিচালক।