বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩২ বছরের ক্যারিয়ারে প্রথমবার বায়োপিকে সালমান

  •    
  • ১৭ জুন, ২০২১ ২২:০০

ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছে, পরিচালক রাজকুমার গুপ্তার এই সিনেমায় সালমানকে দেখা যাবে ‘ব্ল্যাক টাইগার’ খ্যাত ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের ভূমিকায়। যিনি ভারতের সেরা গুপ্তচর হিসেবে গণ্য হন।

আশির দশকের প্রায় শেষ দিক, ১৯৮৮ সালে মুক্তি পাওয়া বিবি হো তো এইসি সিনেমার রেখার দেবর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান।

এরপর থেকে বলিউডে কেটে গেছে ৩২ বছর। এই সময়ের মধ্যে কমেডি, অ্যাকশন, রোমান্টিকসহ নানা ধরনের সিনেমায় কাজ করেছেন তিনি।

তার ক্যারিয়ারে দীর্ঘ সময়ে এই ধরনের বহু হিট সিনেমা থাকলেও নেই কোনো বায়োপিকে অভিনয়ের রেকর্ড।

তবে সেই রেকর্ড এবার ভাঙতে চলেছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত এই অভিনেতা।

ভারতীয় ইতিহাসের অবিশ্বাস্য এক সত্য ঘটনা উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে অ্যাকশন ও থ্রিলারধর্মী এই সিনেমাটি।

ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছে, পরিচালক রাজকুমার গুপ্তার এই সিনেমায় সালমানকে দেখা যাবে ‘ব্ল্যাক টাইগার’ খ্যাত ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের ভূমিকায়। যিনি ভারতের সেরা গুপ্তচর হিসেবে গণ্য হন।

সেই প্রতিবেদনে বলা হচ্ছে, পরিচালক রাজকুমার গুপ্তা গত ৫ বছর ধরে তার জীবন নিয়ে গবেষণা করছেন।

অবশেষে তিনি এমন চিত্রনাট্য তৈরি করতে পেরেছেন যা রবীন্দ্র কৌশিকের অর্জন ও উত্তরাধিকারের বিচার করে।

ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিক। ছবি: সংগৃহীত

সালমানকে নাকি এই চিত্রনাট্যও শুনিয়েছেন পরিচালক। ইতিমধ্যে সিনেমাটি করার জন্য সম্মতি জানিয়েছেন টাইগার।

গণমাধ্যমের সেই প্রতিবেদন থেকে জানা যায়, রবীন্দ্র কৌশিক ১৯৭৪ সালে নবী আহমেদ শাকির নামে ছদ্মবেশে পাকিস্তানে প্রবেশ করেন।

এরপর করাচি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী নিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এর মাত্র কয়েক বছরের মধ্যে পাকস্তানি আর্মির মেজর পদে প্রমোশন পান।

ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিক। ছবি: সংগৃহীত

কিন্তু ১৯৮৩ সালে তার ধরা পরে যান রবীন্দ্র কৌশিক। এরপর গ্রেপ্তার হন। পরে তার মৃত্যুদণ্ডের রায় হয়।

যদিও পরে সেই রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। সবশেষ ২০০১ সালে পাকিস্তানের এক জেলে মৃত্যু হয় ভারতীয় এই গুপ্তচরের।

এ বিভাগের আরো খবর