বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘প্রদর্শনযোগ্য নয়’ সাজ্জাদের সিনেমা ‘সাহস’

  •    
  • ১৭ জুন, ২০২১ ১৯:৩৬

সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক নিউজবাংলাকে বলেন, ‘হ্যাঁ। সিনেমাটিকে প্রদর্শনের যোগ্য নয় বলে প্রযোজককে চিঠি দেয়া হয়েছে। তিনি চাইলে আপিল করতে পারবেন। এছাড়া তার আর কোনো পদক্ষেপ নেয়ার নাই।’

সাজ্জাদ খান প্রযোজিত ও পরিচালিত সিনেমা সাহস ‘প্রদর্শনযোগ্য নয়’ উল্লেখ করে সিনেমার প্রযোজককে চিঠি দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। বৃহস্পতিবার সকালে প্রযোজক-পরিচালক সাজ্জাদ খান চিঠিটি হাতে পেয়েছেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সাজ্জাদ।

চিঠিতে কি বলা হয়েছে জানতে চাইলে সাজ্জাদ নিউজবাংলাকে বলেন, ‘চিঠিতে বলা হয়েছে গালাগালি, কিশোর গ্যাঙ, পুলিশের ব্যবহার ঠিক মতো হয়নি।’

নিজের মতামত জানিয়ে সাজ্জাদ বলেন, ‘আমি সিনেমায় কিশোর গ্যাঙের বিরুদ্ধে কথা বলেছি। আমি টেকনিক্যালি পুলিশের পোশাক দেখায়নি, সাধারণ পোশাক দেখিয়েছি। তারপরও কেন তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বুঝতে পারছি না।

‘আমার সিনেমায় একটি জায়গা ছাড়া কোনো রক্তপাত নেই; অশ্লিল দৃশ্য বা ধর্ষণের দৃশ্য নেই। তারা গালাগালির কথা উল্লেখ করেছেন। ঠিক আছে, গালি কোনো দৃশ্যে কেটে দিতে বললে, সেটি আমরা করতে পারি। কিন্তু তারা কোনো কর্তন না দিয়ে সরাসরি সিনেমাটি প্রদর্শনের যোগ্য নয় বলে উল্লেখ করেছেন।’

সাজ্জাদ জানান, তিনি এখনও সিদ্ধান্ত নেননি বিষয়টি নিয়ে তার পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে তিনি তার পরিচিতদের সিনেমাটি দেখাবেন। কোথায় সমস্যা সেটা বোঝার চেষ্টা করবেন।

সেন্সর বোর্ডের সদস্য প্রযোজক খোরশেদ আলম খসরু এবং অরুণা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে খসরু ফোন ধরেননি আর অরুণার ফোন বন্ধ পাওয়া যায়।

‘সাহস’ সিনেমার দৃশ্যে অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। ছবি: সংগৃহীত

বোর্ডের আরেক সদস্য পরিচালক মুশফিকুর রহমান গুলজার নিউজবাংলাকে বলেন, ‘এগুলো নিয়ে আমাদের বাইরে কথা বলার নিয়ম নেই। সেন্সর বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন।’

সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক নিউজবাংলাকে বলেন, ‘হ্যাঁ। সিনেমাটিকে প্রদর্শনের যোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। সেন্সর বোর্ডের সদস্যদের পর্যবেক্ষণ থেকেই এমন সিদ্ধান্ত দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সিনেমার প্রযোজক যদি মনে করেন যে তার সিনেমার সব কিছু ঠিক আছে, তাহলে এখন তিনি আপিল করতে পারবেন। এছাড়া তার আর কোনো পদক্ষেপ নেয়ার নাই তার। আপিল বোর্ড যদি মনে করেন যে সেন্সর বোর্ড ভুল করেছে, তাহলে সিনেমাটি নিশ্চয়ই সেন্সর পাবে।’

সচিব জানান, আপিল করতে চাইলে তথ্য সচিব বরাবর আবেদন করতে হবে। তথ্য সচিব একটি সভা ডাকবেন, যার সভাপতিত্ব করবেন কেবিনেট সচিব। সেখান থেকে আসবে সিদ্ধান্ত।

গত বছরের নভেম্বরে বাগেরহাটে শুরু হয় সাহস নামের সিনেমার শুটিং। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার অর্ষা। তার সঙ্গে আছেন মোস্তাফিজুর নূর ইমরান।

এতে অভিনয় করেন বাগেরহাটের স্থানীয় থিয়েটার গ্রুপ থিয়েটার রেপার্টরি বাগেরহাটের তরুণ শিল্পীরাও।

এ বিভাগের আরো খবর