বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর প্রিয়মণিকে ৩০০ রুপি দিয়েছিলেন শাহরুখ!

  •    
  • ১৭ জুন, ২০২১ ১৫:৫৮

২০১৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা চেন্নাই এক্সপ্রেস-এর এক আইটেম গানে শাহরুখের সঙ্গে নেচেছিলেন প্রিয়মণি। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, সেই গানের শুটিং চলাকালীন তাকে ৩০০ রুপি দিয়েছিলেন শাহরুখ। যা তিনি আজও সযত্নে রেখে দিয়েছেন! কিন্তু কেন তাকে ৩০০ রুপি দিয়েছিলেন বলিউড বাদশাহ?

বিভিন্ন সাক্ষাৎকারে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের নম্রতা ও হৃদ্যতার প্রশংসা বিভিন্ন সময়ই শোনা গেছে তার সহকর্মীদের কাছ থেকে।

বলিউড তো বটেই, এমনকি ভারতের দক্ষিণী শোবিজ তারকারাও তার প্রশংসা করার তালিকা থেকে বাদ যাননি।

সম্প্রতি এই তালিকায় যোগ হলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দক্ষিণী অভিনেত্রী প্রিয়মণি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী শাহরুখের সঙ্গে চেন্নাই এক্সপ্রেস সিনেমাতে তার কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে বলিউড ‘বাদশাহ’র উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রিয়মণি।

২০১৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা চেন্নাই এক্সপ্রেস-এর এক আইটেম গানে শাহরুখের সঙ্গে নেচেছিলেন প্রিয়মণি।

সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, সেই গানের শুটিং চলাকালীন তাকে ৩০০ রুপি দিয়েছিলেন শাহরুখ। যা তিনি আজও সযত্নে রেখে দিয়েছেন!

কিন্তু কেন তাকে ৩০০ রুপি দিয়েছিলেন বলিউড বাদশাহ?

সেই প্রশ্নের জবাবও দিয়েছেন অভিনেত্রী। তবে তার আগে শাহরুখের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, ‘চেন্নাই এক্সপ্রেসের এই গানের জন্য মোট ৫ দিনের শুট ছিল। হইচই করে জমিয়ে শুটিং সেরেছিলাম আমরা।

‘তখনই টের পেয়েছিলাম কেন শাহরুখকে ‘বাদশাহ’ বলা হয়। এত বড় সুপারস্টার হয়েও আর পাঁচজন মানুষের মতোই ভীষণ সাধারণ তিনি।’

চেন্নাই এক্সপ্রেস সিনেমার সেই আইটেম গানের দৃশ্যে প্রিয়মণি ও শাহরুখ খান। ছবি: সংগৃহীত

প্রিয়মণি বলেন, ‘সেবারই বুঝেছিলাম তার আশপাশে থাকা মানুষ ও সহকর্মীদের সুবিধা-অসুবিধার দিকে তীক্ষ্ণ নজর তার। তারকা হিসেবে ছেড়েই দিন, শাহরুখের মিষ্টি ব্যবহারের জন্যই তাকে ভালো না বেসে উপায় নেই!’

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’তে অভিনেতা মনোজ বাজপেয়ির সঙ্গে প্রিয়মণি। ছবি: সংগৃহীত

এরপরেই ওঠে সেই ৩০০ রুপির প্রসঙ্গ। দক্ষিণী এই অভিনেত্রীর কথায়, একদিন শুটিং শেষে শাহরুখ এবং সেটের অনেকে মিলে ভীষণ হাসি, মজা, আড্ডা চলছিল।

এমন সময় আড্ডাটাকে আরও জমিয়ে তুলতে নিজের আই প্যাড বের করে আমার সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ খেলা শুরু করলেন শাহরুখ। হাসতে হাসতে খেলায় অংশ নিলাম আমি।

দক্ষিণী সিনেমা ও ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’র জনপ্রিয় অভিনেত্রী প্রিয়মণি। ছবি:ইনস্টাগ্রাম

সেই খেলাতে প্রশ্নের ঠিকঠাক জবাব দেয়ার জন্য আমাকে ৩০০ রুপি দিয়েছিলেন শাহরুখ! সেই স্মৃতি ও পুরস্কার আমার কাছে আজও অমূল্য।

এ বিভাগের আরো খবর