বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূর। সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
এমন আনন্দের সংবাদের পরও সাদ কথা বলেননি গণমাধ্যমে। কিন্তু কেন? বিদেশি গণমাধ্যমে সাদের কথা প্রকাশের পর দেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তার কথা। সেই কথাও আবার পাঠানো হয়েছে বিজ্ঞপ্তি আকারে।
কিন্তু কেন এমন হচ্ছে। সাদ কি দেশের সংবাদমাধ্যমের চেয়ে বিদেশি সংবাদমাধ্যমকে বেশি গুরুত্ব দিচ্ছেন? এমন প্রশ্ন উঠেছে সাংবাদিক মহলে।
স্বাভাবিকভাবে এমন ভালো সংবাদের পর নির্মাতা সম্পর্কে জানার আগ্রহও তৈরি হয়। কিন্তু সাদের ব্যাপারে তার কাছ থেকে জানার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না।
এমন নানা বিষয় নিয়ে নিউজবাংলা একটি প্রশ্নপত্র ই-মেইলেপাঠায় রাজিব মহাজনের কাছে। তিনি রেহানা মারিয়াম নূর সংশ্লিষ্ট এবং সাদের কাছের মানুষ। সিনেমাটি কানের যাওয়ার অফিসিয়াল সিলেকশনসহ সাদের বক্তব্য মেইলের মাধ্যমে তিনিই পাঠিয়েছিলেন গণমাধ্যমে।
নিউজবাংলার পাঠানো প্রশ্নগুলো হলো -
১) নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের বক্তব্য বিদেশি সংবাদমাধ্যমে যেটা প্রকাশ পায় সেটাও কি বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়, নাকি সাদ কথা বলেন? বিদেশিরা কোন পদ্ধতিতে সাদের মন্তব্য চান?
২) যদি উত্তরে বলেন, তিনি বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেন। তাহলে কি তিনি দেশের সংবাদমাধ্যমকে এড়িয়ে চলেন?
৩) যদি বলেন, তিনি কোনো মিডিয়াতেই কথা বলেন না, সবখানেই বিজ্ঞপ্তি পাঠানো হয়, তাহলে তা দেশের সংবাদমাধ্যমে আগে কেন পাঠানো হয় না? বিশেষ কোনো কারণ রয়েছে কি?
৪) আগ্রহীরা বা সাংবাদিকরা সাদ সম্পর্কে কীভাবে জানবে?
৫) কানের মতো আন্তর্জাতিক পরিসরে গিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার প্রয়োজন হলে সাদ কি তা করবেন না?
৬) মিডিয়ায় সাদের কথা না বলার কারণ কি শুধুই ব্যক্তিগত? নাকি অন্য কিছু?
বাঁ থেকে- আব্দুল্লাহ মোহম্মদ সাদ, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া ও রাজিব মহাজন। ছবি: সংগৃহীত
মেইল পাঠানোর কয়েকদিন পর ফিরতি মেইলে রাজিব মহাজন লেখেন-
হ্যাঁ, আমরা সাদের বক্তব্য বিজ্ঞপ্তি আকারে পাঠাই, কিন্তু বিদেশি গণমাধ্যমকে আমরা কখনও আলাদাভাবে মূল্যায়ন করিনি। সবাইকে একইভাবে সব তথ্য দেয়ার চেষ্টা করেছি।
সংবাদ আগে কিংবা পরে পৌছানোর ব্যাপারটি আমাদের অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। তবে ভবিষ্যতে যেন এমন কনফিউশন তৈরি না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি।
অবশ্যই সাদের সম্পর্কে জানার উপায় আছে। যেহেতু এই মুহূর্তে কান উৎসবে পাঠানোর জন্য আমাদের ছবির চূড়ান্ত এডিটিং, সাউন্ড মিক্সিং, কালার গ্রেড চলছে এবং পাশাপাশি ফিল্ম রিলিজ রিলেটেড বিভিন্ন ম্যাটেরিয়াল পাঠাতে লাগাতার কাজ চলছে তাই সাদকে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে। যে কারণে এই মুহূর্তে আমরাও সাদকে ডিস্টার্ব করতে চাইতেছি না।
তবে সাদ কোনোভাবেই কোনো সাংবাদিকদের প্রতি ডিসরেসপেক্টফুল হতে চায় না। সবাইকে সমানভাবে সম্মান দেয়।
আর কানে আমরা প্রেস মিট করব যেভাবে তারা আয়োজন করে থাকে। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব সবাই মিলে।
আপনি ঠিক বলেছেন, সাদ ব্যক্তিগত কারণে মিডিয়ায় কথা বলেন না। ও মারাত্মক প্রেসার ফিল করে এবং এ ব্যাপারে সে খুবই আনকম্ফোর্টেবল ফিল করে।
যে কারণে তাকে আমরা কখনও প্রেসার দেই না। আর আপনি জানেন, একবার কোথাও কথা বললে, একটার পর একটা ইন্টারভিউ দিতে হবে এবং লিটিরালি ও মারা যাবার অবস্থা হবে। বিশ্বাস করেন, ওর অ্যাংজাইটি লেবেলটা এরকম। ওকে একটু ফিল্মটা শেষ করতে দেন।
তবে আমি ওকে নিজে রাজি করাইছি, কান প্রিমিয়ারের পর আমরা একটা সংবাদ সম্মেলন করব শুধু প্রশ্নের উত্তর দেবার জন্য। তখন আপনারা তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। সাদের বন্ধু হিসেবে আমার অনুরোধ এটা নিয়ে ভুল বুঝবেন না প্লিজ।