চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন পর কাজ করলেন বিজ্ঞাপনে। তার কথায়, ’১৯ বছর কাজ করলাম বিজ্ঞাপনে’। ফিরলেন তো একেবারে রাজকীয় ঢংয়ে। শেরওয়ানি সঙ্গে, মাথায় পাগড়ি, হাতে তরবারি নিয়ে তোলা ছবিগুলোতে জায়েদ যেন রাজপুত্র।
জায়েদ খান বলেন, ‘অনেক তরুণী ছবিগুলো দেখে রাজপুত্রই বলছে আমাকে।’
চিত্রনায়ক জায়েদ খানের এই মডেল হওয়া রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের জন্য। ফটোশুট হয়েছে, শিগগিরই এর ভিডিও প্রকাশ পাবে।
দীর্ঘদিন পর বিজ্ঞাপনে কাজ করার কারণ জানতে চাইলে বলেন, ‘এই বিজ্ঞাপনের আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া ঈদের মধ্যে পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম এখানে। আমার খুবই পছন্দ হয়েছে। তাই এখান থেকে কাজের প্রস্তাব আসায় না করিনি।’
এতদিন বিজ্ঞাপন না করার কারণ জানিয়ে জায়েদ বলেন, ‘আমার কাছে প্রচুর বিজ্ঞাপনের প্রস্তাব আসে। কিন্তু আমি করি না। কারণ সিনিয়ররা বলেছিলেন, বিজ্ঞাপন করে বিলবোর্ড বা টিভিতে বেশি বেশি দেখা গেলে প্রেক্ষাগৃহে দর্শক কম দেখতে আসবে। তাই করা হয়নি।’
তাহলে কি এখন বিজ্ঞাপনে নিয়মিত হবেন? জায়েদ বলেন, ‘আগে দেখি ছবিগুলো বিলবোর্ডে দেখে কেমন লাগে; ভিডিওটি প্রকাশের পর কেমন সাড়া পাই। তবে কাজের আইডিয়া ভালো লাগলে তো কাজ করব নিশ্চয়ই।’
গৌতম সাহার কোরিওগ্রাফিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন নাঈম আহমেদ।
জায়েদ খান ২০০২ সালে ব্রিটল বিস্কুটের একটি বিজ্ঞাপনে কাজ করেন। যেখানে ‘ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা...’ কথার একটি গান ব্যবহার করা হয়েছিল।