কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিশোর বয়সেই প্রথম প্রেমিকের দ্বারা ধর্ষণের শিকার হন ফারিয়া। মুছে যায় ফারিয়ার প্রেম কিন্তু থেকে যায় গ্লানি।
পরিবারের কাছ থেকে তাকে শুনতে হয় হাজারও তিরস্কার। ঘটনাটি ধামাচাপা দিতে চায় পরিবারের মানুষগুলো।
অন্যদিকে মাহাদির পক্ষ থেকেও আসলো হুমকি। কিন্তু হুমকি পেয়ে নিজেকে গুটিয়ে নেয়নি ফারিয়া। এই ঘটনার বিচার চাইতে এগিয়ে এলো সাহসী ফারিয়া।
আদালতের চলতে থাকলো ন্যায়-অন্যায়ের আঘাত, পাল্টা আঘাত। মাহাদির বিরুদ্ধে ফারিয়ার ন্যায়বিচারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে?
এমন টানটান উত্তেজনার গল্প নিয়ে তৈরি হচ্ছে টিভি ফিচার ফিল্ম সাহসিকা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় এর প্রযোজনা প্রতিষ্ঠান।
এতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছে তানজিন তিশা আর মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক।
সাহসিকা টিভি ফিচার ফিল্মের শুটিং সময়ের ছবি। ছবি: সংগৃহীত
তানিম রহমান অংশু’র পরিচালনায় এতে পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যারিস্টার ফরিদের চরিত্রে অভিনয় করেছে আশীষ খন্দকার।
এছাড়াও আসামি পক্ষের আইনজীবীর চরিত্রে অভিনয় রয়েছেন মিথিলা। সাহসিকার চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান।
এফডিসি’র নয় নম্বর ফ্লোরে আদালতের সেটে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে।
এরপর দ্বিতীয় ধাপের শুটিং বিভিন্ন আউটডোর লোকেশনে হবে বলে জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।
কোরবানির ঈদে দীপ্ত টিভিতে প্রিমিয়ার হবে টিভি ফিচার ফিল্ম সাহসিকা।