চলতি বছরের জানুয়ারি মাসে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
কিন্তু সিরিজটির নাম, অভিনয়শিল্পী বা কোন প্ল্যাটফর্মে দেখা যাবে, তার কোনোকিছুই প্রকাশ করেননি তিনি।
অবশেষে এই ওয়েব সিরিজটি নিয়ে এক সঙ্গে সব জানিয়ে দিলেন এই নির্মাতা
আগামী ৯ জুলাই মুক্তি পাবে ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’।
এটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। সোমবার বিকেলে জি ফাইভের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়ে এটির ট্রেলার।
ট্রেলারটি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শেয়ার করেছেন ফারুকী।
সেই সঙ্গে বাংলাদেশের দর্শকের জন্য একটি সুখবর দিয়েছেন তিনি। এই সিরিজটি বিনামূল্যে দেখতে পারবেন তারা।
ট্রেলারটি শেয়ার করে ফারুকী লেখেন, ‘আমার প্রথম ওয়েব সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান- এর ট্রেলার প্রকাশ হয়েছে।’
আগামী ৯ জুলাই জি ফাইভ গ্লোবালে সিরিজটি মুক্তি পাবে জানিয়ে তিনি লেখেন, ইউএসএ, ইউকে, মধ্যপ্রাচ্য, ও বিশ্বের অনেক দেশের বন্ধুরা সাবস্ক্রাইব করে দেখতে পারেন এবং আমার প্রিয় বাংলাদেশের দর্শকরা এটি বিনামূল্যে দেখতে পারবেন!’
ওয়েব সিরিজটির প্রযোজক জনপ্রিয় অভিনেত্রী ও ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, আফজাল হোসেন, মামুনুর রশীদ, ইরেশ যাকের, তাসনিয়া ফারিন, মারিয়া নূর, হাসান মাসুদসহ একঝাঁক তারকা।