বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোস্টারে এতো রক্ত কেন?

  •    
  • ১৩ জুন, ২০২১ ১৬:৫৯

পোস্টারে এতো রক্তের ব্যবহার যে কারোরই চোখ আটকাবে সেখানে। যা দেখতে বিভৎস। পোস্টারে এতো রক্তের ব্যবহার কেন? তা জানতে চাওয়া হয় সিনেমাটির পরিচালক মো. ইকবালের কাছে।

বুবলী ও রোশান জুটির প্রথম সিনেমা রিভেঞ্জ। চলছে সিনেমার শুটিং। এর মধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারে মারমুখী লুকে পাওয়া গেছে নায়ক রোশানকে। হাতে কুরাল নিয়ে বসে আছেন তিনি। তার সারা শরীরে রক্ত।

পোস্টারে এতো রক্তের ব্যবহার যে কারোরই চোখ আটকাবে সেখানে। যা দেখতে বিভৎস।

পোস্টারে এতো রক্তের ব্যবহার কেন? তা জানতে চাওয়া হয় সিনেমাটির পরিচালক মো. ইকবালের কাছে।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘এটা একটা অ্যাকশন সিনেমা। নায়ককে অনেকে ধরে মেরেছে। স্বাভাবিক ভাবেই তার শরীরে অনেক রক্ত থাকবে।’

সেক্ষেত্রে রক্তের ব্যবহার আরও কম ব্যবহার করা যেত কিনা জানতে চাইলে পরিচালক বলেন, ‘সেটা হয়তো করা যেতো, কিন্তু এটাই আমাদের পারফেক্ট মনে হয়েছে। আর এই ডিজাইনের প্রশংসা করেছে সবাই।’

পোস্টারটির ডিজাইন করেছেন রাকিব হোসেন আবির। প্রথমবারের মতো পোস্টার ডিজাইন করেছেন তিনি। এর আগে করতেন নাটকের পোস্টার ডিজাইন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি প্রথমে রিভেঞ্জ নামটা লেখার স্টাইলটা করেছি। তারা সিলেক্ট করার পর আমাকে পোস্টারের ছবি দিয়েছেন। আমি ফটোশুটে ছিলাম। ছবি পাওয়ার পর দ্রুতই কাজটি করে ফেলেছি।’

পোস্টারে বিভৎসভাবে রক্তের ব্যবহার এবারই প্রথম নয়। এর আগেও সিনেমা, নাটক ও ওয়েব কনটেন্টের পোস্টারে রক্তের ব্যবহার করা হয়েছে।

সিনেমার ক্ষেত্রে পোস্টার সেন্সর করানোর বিষয় থাকলেও অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা পোস্টারের ক্ষেত্রে নিরুপায় সেন্সর বোর্ড।

সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক নিউজবাংলাকে বলেন, ‘অনলাইনে প্রকাশ পাওয়া পোস্টার সেন্সর করার আইন এখনও হয়নি। তাই বিষয়টি আমরা দেখভাল করতে পারছি না। বিষয়টা নতুন তাই নীতি করতে সময় লাগছে।’

রিভেঞ্জ সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক।

এ বিভাগের আরো খবর