চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা হাওয়া। সিনেমাটির কোনো লুক এখনও সামনে আসেনি দর্শকদের। অভিনয়শিল্পীরাসহ দর্শকরাও অপেক্ষা করছেন সিনেমাটির জন্য। গভীর সমুদ্রের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন।
শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। ছবির ক্যাপশনে লিখেছেন, “এক চরিত্র থেকে আরেক চরিত্র....তারপর সব ‘হাওয়া’...... নতুন কিছুর অপেক্ষায়.....’
এই ক্যাপশনেই চঞ্চল চৌধুরী হওয়া সিনেমার কথা ইঙ্গিতে প্রকাশ করে গেছেন এবং কৌশলে সিনেমায় নিজের চেহারাও দেখিয়েছেন।
চঞ্চলের পোস্ট করা ছবিটি সাদাকালো। তারপরও বোছা যাচ্ছে তার কাচা পাকা দাড়ি আর অপরিস্কার দাঁত। মাথায় হ্যাট পরা, কাধে কিছু ঝোলান আর শার্টের বুক খোলা।
সিনেমার আরেক অভিনয়শিল্পী নাজিফা তুষি। তিনি কয়েকদিন আগে নিউজবাংলাকে জানিয়েছিলেন, এ বছরেই মুক্তি পাবে সিনেমাটি।
পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, সিনেমাটি নিয়ে যেখানে আটকে ছিলাম সেখানেই আটকে আছি। নতুন কোনো পরিকল্পনা করতে পারছি না। সিনেমাটি কবে সিনেমা হলে মুক্তি দিতে পারব জানি না। আর যখন জানতে পারব, তখন থেকে প্রচার শুরু হবে।’
হাওয়া সিনেমাটি নিয়ে বলতে গিয়ে পরিচালক বলেছিলেন, ‘এ কালের রূপকথার গল্প হলো হাওয়া। যে রূপকথার গল্প আমরা শুনে আসছি হাওয়া তেমন নয়।
‘এটি মাটির গল্প নয় বরং পানির গল্প। সৈকতে দাঁড়িয়ে আমরা যে সমুদ্র দেখি, গভীর সমুদ্রের গল্প অন্যরকম।’
সিনেমায় আরও অভিনয় করেছেন ন ডরাই খ্যাত অভিনেতা শরিফুল রাজ।