শুধু ভারতীয় নয়, বাংলাদেশের দর্শকদের মাঝেও বেশ জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’।
শুরু হওয়ার পর থেকেই টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি)-এর তালিকায় প্রথম পাঁচের মধ্যেই ছিল এই শোটি।
তবে ‘ইন্ডিয়ান আইডল-১২’ সিজন প্রচার শুরু হওয়ার পর থেকেই টিআরপি কমছে এই শোটির।
চলতি সপ্তাহে টিআরপি তালিকা সামনে আসতেই বেশ বড়সড় ধাক্কা খেলেন শো-সংশ্লিষ্টরা। দেখা গেল, প্রথম পাঁচে নাম নেই ‘ইন্ডিয়ান আইডলের’।
বেশ কিছুদিন ধরেই ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে নানা বিতর্ক চলছে।
এই আয়োজনের একটি পর্বে অতিথি বিচারক হিসেবে এসেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের ছেলে অমিত কুমারকে।
এরপর তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শোতে টাকার বিনিময়ে প্রতিযোগীদের প্রশংসা করা হয়।
এরপর ইন্ডিয়ান আইডল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রিয়েলিটি শোর একসময়ের বিচারক ও জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান।
তিনি বলেছিলেন, ‘যেমনই হোক না কেন, প্রতিযোগীদের প্রশংসা করতে হতো। সেটা বলে দেয়া হতো।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার আলোচনা উঠেছে বেশ কিছু প্রতিযোগীর গান একেবারেই মনে ধরছে না।
এমনকি শানমুখা প্রিয়া নামের একজন প্রতিযোগীর গাওয়া গান তাদের কাছে চেঁচানো মনে হচ্ছে। তাকে শো থেকে বাদ দেয়ার দাবিও তুলেছেন দর্শকরা।
ইন্ডিয়াল আইডলের মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে কিশোর কুমারের ছেলে অমিত কুমার। ছবি: সংগৃহীত
শুধু তা-ই নয়, এই রিয়েলিটি শোর তিন বিচারক হিমেশ রেশামিয়া, অনু মালিক ও নেহা কক্করেরও ব্যাপক সমালোচনা করছেন দর্শকরা।
‘ইন্ডিয়ান আইডল-১২’ এই সিজন যে সেভাবে দর্শকদের মন জয় করতে পারছে না, তা প্রমাণ করল চলতি সপ্তাহের টিআরপি তালিকা।
বরং অন্যদিকে আরেক রিয়েলিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার-৪’ ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। অনেকেই মনে করছেন, ‘ইন্ডিয়ান আইডল’কে টেক্কা দেবে এই শোটি।
এই ডান্স রিয়েলিটি শোতে বিচারকের আসনে রয়েছেন কোরিওগ্রাফার গীতা কাপুর, বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও পরিচালক অনুরাগ বসু।