বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘যন্ত্রণা’সহ মিতুর তিন সিনেমা, থাকবেন বিদেশি নায়ক

  •    
  • ১০ জুন, ২০২১ ২০:৫৬

এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন বাপ্পী ও জাহারা মিতু। অপূর্ব রানার পরিচালনায় বাপ্পী এর আগে কাজ করলেও জাহারা মিতু এই প্রথম কাজ করতে যাচ্ছেন পরিচালকের সঙ্গে।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী জাহারা মিতু। সিনেমার নাম যন্ত্রণা। এতে নায়ক বাপ্পীর বিপরীতে দেখা যাবে তাকে। নিউজবাংলাকে মিতু জানান, ২২ জুন থেকে সিনেমাটির দৃশ্যধারণে অংশ নেবেন তিনি।

সিনেমাটি নির্মাণ করছেন অপূর্ব রানা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন বাপ্পী ও জাহারা মিতু। অপূর্ব রানার পরিচালনায় বাপ্পী এর আগে কাজ করলেও জাহারা মিতু এই প্রথম কাজ করতে যাচ্ছেন পরিচালকের সঙ্গে।

এই সিনেমা ছাড়াও মিতু আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন। নিউজবাংলাকে তিনি বলেন, ‘আড়াই মাস আগে একটি এবং এক মাস আগে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।’

কিন্তু সেসব সিনেমার ব্যাপারে এখনই কথা বলতে চাননি এই অভিনেত্রী।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘আসলে করোনার কারণে অনেক কিছুর পরিকল্পনাই ঠিক রাখা যাচ্ছে না, তাই সব কিছু আগেই বলতে চাচ্ছি না।’

আরেকটিু জানিয়ে মিতু বলেন, ‘বিদেশি সহশিল্পীর সঙ্গেও আমার কাজ করার কথা রয়েছে। এরই মধ্যে দুজন বিদেশি শিল্পীর সঙ্গে কথা হয়েছে। তাদের মধ্যে থেকে একজন চূড়ান্ত হবেন আশা করি।’

যন্ত্রণা সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন বাপ্পী ও জাহারা মিতু। ছবি: সংগৃহীত

শুটিং শুরু হবার আগে বাকি দুটি সিনেমার খবরও সবাইকে জানাবেন বলে জানিয়েছেন জাহারা মিতু।

জাহারা মিতুর প্রথম সিনেমা আগুন। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। এর পর তিনি অভিনয় করেন কলকাতার দেবের সঙ্গে। সিনেমাটির নাম কমান্ডো। দুটি সিনেমার একটিও মুক্তি পায়নি এখনও।

এ বিভাগের আরো খবর