বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শওকত আলী ইমনের অবৈধ সম্পদের প্রমাণ পেল দুদক

  •    
  • ১০ জুন, ২০২১ ২০:২৪

প্রাথমিকভাবে তিন কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে শওকত আলী ইমনকে নোটিশে পাঠিয়েছে দুদক। তার কাছে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদের হিসাব ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

জনপ্রিয় সংগীত পরিচালক ও সংগীতশিল্পী শওকত আলী ইমনের তিন কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাকে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন--দুদক।

নোটিশে তার কাছে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদের হিসাব ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালক মো. আব্দুল গাফফারের সই করা নোটিশটি রাজধানীর ইস্কাটন গার্ডেনে ইমনের বাসার ঠিকানায় পাঠানো হয়।

২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেয়া এই সংগীত পরিচালককে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বৃহস্পতিবার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে জ্ঞাত আয়বহির্ভুত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন ইমন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়েছে।’

এ বিষয়ে তার মন্তব্য জানার জন্য বৃহস্পতিবার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি।

শওকত আলী ইমন একাধারে সুরকার, সংগীত পরিচালক, গীতিকার ও সংগীতশিল্পী। দুই দশকে তিনি প্রায় ৪০০টি চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সংগীত পরিচালনা করেছেন।

তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

গত বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা হৃদিতা রেজাকে বিয়ে করে আলোচনার জন্ম দেন শওকত আলী ইমন। একই বছরের ২৬ সেপ্টেম্বর হৃদিতা রেজার করা নারী নির্যাতন ও যৌতুকের মামলায় গ্রেপ্তার হন তিনি।

প্রথম স্ত্রী অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ২০১২ সালের ৬ ডিসেম্বর তিথি কবির নামের এক নৃত্যশিল্পীকে বিয়ে করেছিলেন ইমন। তিথির সঙ্গেও তার বিচ্ছেদ হয়ে যায়। এর পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগে সাবেক স্ত্রী তিথি রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় ২০১৪ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হয়ে শওকত আলী ইমন কারাগারে ছিলেন।

এ বিভাগের আরো খবর