বহু ঝক্কিঝামেলা পেরিয়ে অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত সিনেমা নবাব এলএলবি।
বৃহস্পতিবার বিষয়টি নিউজবাংলা নিশ্চিত করেছেন অনন্য মামুন নিজেই।
তিনি বলেন, ‘দুদিন আগে আমাকে সেন্সর বোর্ড থেকে ফোন দিয়েছিল। যদিও আমাকে পরিষ্কার করে কিছু বলেনি। তবে আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি আমার সিনেমাটি সেন্সরে পাস হয়েছে।’
সিনেমাটির ছাড়পত্র পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘সিনেমা সেন্সর পেলে যেকোনো পরিচালকই খুশি হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, কিছু দৃশ্য কর্তনের পরও আমি খুশি কি না? সে ক্ষেত্রে আমি বলব, অবশ্যই একটা সিনেমায় যখন কর্তন হয় তখন সেটা পরিচালকের জন্য দুঃখজনক বিষয়।
‘অন্যদিকে যদি চিন্তা করেন, আমার কাছে বিষয়টা অনেক বেশি আনন্দের। এর আগে আমার কোনো সিনেমা সেন্সরে আটকায়নি। এই সিনেমাটা তিনবার রিভিউ করা হয়েছে। তারচেয়ে বড় কথা, এই সিনেমাটির জন্য আমি জেলও খেটেছি।’
সিনেমাটি কবে নাগাদ প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘ছাড়পত্রটা হাতে পেলেই সর্বোচ্চ চেষ্টা করব এক-দুই সপ্তাহের মধ্যেই সিনেমাটি মুক্তি দিতে।’
দৃশ্য কর্তনের কারণে সিনেমাটি দেখতে খাপছাড়া লাগবে কি না জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘খাপছাড়া লাগবে না।’
গত বছর ১৬ ডিসেম্বর দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেয়া হয় নবাব এলএলবি সিনেমাটি।
মুক্তির পর সিনেমার একটি সংলাপের কারণে পর্নোগ্রাফি আইনে মামলা হয় পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধার বিরুদ্ধে।
এরপর ২৫ ডিসেম্বর তাদের কারাগারে পাঠানো হয়। পরে তারা ১১ জানুয়ারি জামিনে মুক্ত হন।
এরপরই সেন্সরে জমা দেয়া হয় নবাব এলএলবি। ওটিটি ফিল্ম হিসেবে সেন্সরে জমা পড়া এটিই প্রথম সিনেমা।
প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নয় বরং পরবর্তীতে সিনেমাটি কোনো মাধ্যমে মুক্তি বা প্রদর্শনে যেন সমস্যা না হয় সে জন্যই সেন্সর বোর্ডে জমা দেয়া হয় সিনেমাটি।
সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।