নবীন সংগীতশিল্পী শেখ সাদী। ললনা গানটি তার কণ্ঠে পছন্দ করেছে নেটিজেনরা। তরুণ শ্রোতাদের কাছে শেখ সাদী বেশ পরিচিত। ললনা ছাড়াও ইউটিউবে প্রকাশ পাওয়া একটি ম্যাশআপ-এ সুরে বসানো ‘কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে’ কথাগুলোও পছন্দ করেছেন শ্রোতারা।
অন্যদিকে অনামিকা ঐশীকে অনেকেই চেনেন আগে থেকেই। কারণ তিনি টিকটক স্টার। ২৪ লাখ মানুষ তাকে টিকটকে ফলো করেন।
নতুন খবর হলো এই দুজন একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন, তাও আবার সিনেমায়। সিনেমাটির নাম ‘সংশয়ী’। এটি পরিচালনা করবেন আবু তৌহীদ হীরণ। সাদি নিউজবাংলাকে জানান, সিনেমাটি হবে কিশোর প্রেমের কাহিনী নিয়ে। আর অনামিকা জানান, ২০ জুন থেকে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা আছে।
কিন্তু দুজনেই তাদের জগতে পরিচিত এবং জনপ্রিয়ও। তাহলে কেন তারা সিনেমা অভিনয় করতে এলেন?
উত্তরে শেখ সাদী নিউজবাংলাকে বলেন, ’অভিনয়ের ইচ্ছাটা আমার গত তিন বছর ধরে। বলতে পারেন যখন থেকে আমি গান গেয়ে পরিচিতি পাওয়া শুরু করলাম তখন থেকে।’
সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্তে ঐশী ও সাদী। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, ‘তবে আমি তো অভিনয় পারতাম না। তাই অভিনয়ে আসার আগে নিজেকে একটু প্রস্তুত করে নিয়েছি।’
অনামিক ঐশি এখন লেখাপড়া করছেন বরিশাল মেট্রোপলিটন কলেজে, দ্বিতীয় বর্ষে। তার কাছে সিনেমায় যুক্ত হওয়ার কারণ জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘আমার ছোট বেলা থেকেই অভিনয়ের ইচ্ছা। আর আমি অপেক্ষা করছি কবে কাজ শুরু হবে।’
অনামিকা ঐশী। ছবি: সংগৃহীত
অনামিকা আরও বলেন, ‘আমার পরিবার সম্মতি দেয়ার কারণেই আসলে অভিনয় করতে রাজি হলাম। আমার পরিবারকে আমি সিনেমার ব্যাপারে বলেছি। সিনেমার গল্পটা জানিয়েছি। যখন তারা গ্রিন সিগনাল দিয়েছে, তখন চুক্তিবদ্ধ হয়েছি।’