বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রেমিক খুঁজছেন সিঙ্গেল কঙ্গনা

  •    
  • ৯ জুন, ২০২১ ১৮:০২

সেই ছবির ওপরেই কঙ্গনা লিখেছেন, ‘মুম্বাইয়ের বৃষ্টির চেয়ে রোমান্টিক কিচ্ছু নেই। কিন্তু সিঙ্গেলরা কেবল স্বপ্নই দেখতে পারে।’

বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত নানা বিষয় নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই চর্চায় থাকেন।

তবে দীর্ঘদিন যাবৎ এসব চর্চার মধ্যে দেখা যায়নি অভিনেত্রীর প্রেমঘটিত কোনো কাহিনি।

তাহলে কি রিভালভার রানি খ্যাত এই অভিনেত্রীর কোনো প্রেমিক নেই এখন? অবশ্য প্রেমিক যে নেই সেই বিষয়টি নিজেই জানালেন কঙ্গনা।

তাই তো মুম্বাইয়ের বৃষ্টিভেজা দিনে বড়ই মন খারাপ ফ্যাশন খ্যাত এই অভিনেত্রীর। জীবনে সব থাকলেও নেই মনের মতো একজন সঙ্গী। যার সঙ্গে এমন দিনে রোমান্টিক হতে পারেন তিনি।

এমন অনুভূতির কথাই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে ভক্ত-অনুরাগীদের জানালেন কঙ্গনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটা সেলফি পোস্ট করেছেন কঙ্গনা। ছবিতে দেখা যাচ্ছে প্রাইভেটকারে বসে আছেন অভিনেত্রী।

সেই ছবির ওপরেই কঙ্গনা লিখেছেন, ‘মুম্বাইয়ের বৃষ্টির চেয়ে রোমান্টিক কিচ্ছু নেই। কিন্তু সিঙ্গেলরা কেবল স্বপ্নই দেখতে পারে।’

ছবিটির নিচের অংশে কঙ্গনা আরও লিখেছেন, ‘আমার জন্য কাকে বানানো হয়েছে, দয়া করে দেখান না!’ সেই সঙ্গে জুড়িয়ে দিয়েছেন একটি লাভ ইমো।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: ইনস্টাগ্রাম

যদিও বলিউডে পা রাখার পরে বেশ কয়েকজনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন এ অভিনেত্রী। আর তা নিয়ে মিডিয়ার সামনে খোলাখুলি কথা বলেছিলেন তিনি।

বলিউডের কঙ্গনার প্রথম যে প্রেম সামনে আসে তা ছিল আদিত্য পাঞ্চলির সঙ্গে। সদ্য বলিউডে পা রেখে নিজের থেকে ১৮ বছরের বড়, বিবাহিত ও দুই সন্তানের বাবা আদিত্যর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কঙ্গনা।

এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনকে মন দিয়েছিলেন অভিনেত্রী। যদিও টেকেনি সেই সম্পর্কও।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: ইনস্টাগ্রাম

এমনকি এও শোনা গিয়েছিল ব্রিটিশ পরিচালক নিকোলাস ল্যাফার্টির সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন কঙ্গনা।

আর হৃতিকের সঙ্গে তার সম্পর্কের ঘনিষ্ঠতা তো হইচই ফেলেছিল পুরো বলিউডে। যদিও হৃতিক বরাবরই দাবি করেছেন সে রকম কোনো সম্পর্ক ছিল না তাদের মধ্যে।

এ বিভাগের আরো খবর