বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবাকেই সবচেয়ে বেশি মিস করেন সোনম

  •    
  • ৯ জুন, ২০২১ ১৬:০০

বাবা অনিল কাপুরের আবেগঘন পোস্টের নিচে সোনম লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক ভালোবাসি ড্যাডি। তোমাকে সবকিছুর চেয়ে বেশি মিস করি।’

বলিউডের নীরজা খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের জন্মদিন আজ।

১৯৮৫ সালের এই দিনে বলিউডের চিরসবুজ অভিনেতা অনিল কাপুরের ঘর আলো করে আসেন মেয়ে সোনম কাপুর।

তবে এই জন্মদিনে বাবার কাছ থেকে অনেক দূরে রয়েছেন সোনম। এই জন্মদিনটা লন্ডনে স্বামী আনন্দ আহুজার সঙ্গেই কাটছে সোনমের।

ভারতে করোনা ও লকডাউন মিলিয়ে অনেক দিন থেকেই দেশে ফেরা হয়নি অভিনেত্রীর।

তাই দূর প্রবাসে অবস্থানরত মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে স্মৃতির পাতা হাতড়ালেন অনিল কাপুর।

সোনমের ছোটবেলার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনিল কাপুর।

অনিলের পোস্ট করা সেই ছবি ইতিমধ্যেই মন কেড়েছে বাবা-মেয়ের ভক্ত অনুরাগীদের।

অনিল কাপুরের ইনস্টাগ্রামে পোস্ট করা সোনমের ছোট্টবেলার সেই ছবিগুলো দেখতে পেয়ে যেন সবাই খুশি।

ছবিগুলো পোস্ট করে অনিল কাপুর লিখেছেন, ‘যে মেয়েটি তার স্বপ্নগুলো তাড়া করে আর হৃদয়ের কথা শোনে। তোমাকে বেড়ে উঠতে দেখা, বাবা-মা হিসেবে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া।’

তিনি আরও লেখেন, আমি সত্যি ভাগ্যবান যে সেরা সন্তানদের পেয়েছি। তুমি শক্ত থাকো যখন তা প্রয়োজন হয়, আবার সেই তুমিই প্রয়োজনে দয়ালু হয়ে ওঠো।’

বলিউড তারকা বাবা-মেয়ে সোনম কাপুর ও অনিল কাপুর। ছবি: সংগৃহীত

সোনম ও তার স্বামীর কথা উল্লেখ করে অনিল কাপুর লেখেন, ‘তুমি আর আনন্দ ভালো আছো, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

এরপর তিনি লেখেন, শুভ জন্মদিন সোনম বেটা। তোমাকে ভালোবাসি এবং মিস করছি।’

বাবার আবেগঘন পোস্টের নিচে সোনম লিখেছেন, ‘তোমাকে অনেক অনেক ভালোবাসি ড্যাডি। তোমাকে সবকিছুর চেয়ে বেশি মিস করি।’

এ বিভাগের আরো খবর