চরিত্রের প্রয়োজনে কত কিছু করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। তার আরও একটি উদাহরণ সৃষ্টি করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া।
সন্দীপ ঔর পিঙ্কি ফারার সিনেমার শুটিং চলাকালীন নাকি টানা দুই দিন গোসল করেননি এই অভিনেত্রী।
চরিত্রের প্রয়োজনে সেই দৃশ্যের শুটিং হয়েছিল পাহাড়ের ছোট একটি কুঁড়েঘরে।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, ‘দুই-তিন দিন ধরে কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যের শুটিং হয়েছিল। একজন অভিনেত্রী হিসেবে বলছি, জানি না সবাই এই বিষয়টাকে কীভাবে দেখবে? কিন্তু ওই দৃশ্যের জন্য টানা দুই দিন আমি গোসল না করে ছিলাম।’
তিনি আরও বলেন, ‘লোকেশনটাও খুব অপরিষ্কার ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম তখন সারা শরীরে মাটি মাখা থাকত। ধুলায় চুল সাদা হয়ে যেত।
‘আমি সেই অবস্থাতেই ঘুমোতে চলে যেতাম, পরের দিন একই অবস্থায় শুটিং করতে যেতাম। সেটে যেন নিজেকে অমলিন দেখায় সেই কারণে।’
পরিণীতির কথায় তিনি মেকআপ ছাড়াই চরিত্রের মধ্যে নিজেকে যথাযথ দেখতে চেয়েছিলেন।
সন্দীপ ঔর পিঙ্কি ফারার সিনেমার এক দৃশ্যে পরিণীতি ও অর্জুন কাপুর। ছবি: সংগৃহীত
সন্দীপ ঔর পিঙ্কি ফারার সিনেমায় পরিণীতির বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর।
দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিন্তু সিনেমা হলে তেমন দর্শক আসেন।
এরপর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি দেয়ার পর দর্শকদের মন জয় করে নেয় এই ডার্ক কমেডি সিনেমাটি।