দেড় দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করেছেন ক্যাটরিনা কাইফ। একই পথে হাঁটতে যাচ্ছেন তার বোন ইসাবেলা কাইফও।
সদ্য বলিউডে পা রেখেছেন ইসাবেলা। এ বছরের ১২ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইসাবেলা কাইফের প্রথম সিনেমা টাইম টু ড্যান্স। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুরজ পাঞ্চোলি।
বলিউডে অভিষেকের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় ক্যাটরিনার ছোট বোন ইসাবেলা। ইনস্টাগ্রামে তার ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা।
সম্প্রতি বিকিনি পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইসাবেলা। ছবিতে দেখা যায়, ঝলমলে আকাশ পানে চোখ বন্ধ করে খোলা চুলে যেন রৌদ্রস্নান করেছেন অভিনেত্রী।
ছবিটির মন্তব্যের ঘরে ইসাবেলা লিখেছেন লেখা, ‘রৌদ্রোজ্জ্বল দিন’। আর সেটির ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের মুহূর্ত।’
৫০ হাজার রিয়্যাক্ট আর লাভ ইমোতে ভরে গেছে সেই ছবির মন্তব্যের ঘর। ছবিতে রিয়্যাক্ট দিয়ে ভালোবাসা জানিয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুরও।
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেলা কাইফ। ছবি: সংগৃহীত
ইসাবেলার হাতে এখন সুস্বাগতম খোশামদেদ ও কথা নামের দুটি সিনেমার কাজ রয়েছে।
সুস্বাগতম খোশামদেদ–তে পুলকিত সম্রাটের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
অন্যদিকেকথা সিনেমাতে সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার বিপরীতে কাজ করছেন এই অভিনেত্রী।