বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাহির দুষ্টুমিতে সায় দিলেন নুসরাত ফারিয়া

  •    
  • ৮ জুন, ২০২১ ১৭:১৮

দুই নায়িকার এমন মজা দেখে নেটিজেনরাও ইতিবাচক মন্তব্য করেছেন ভিডিওটির মন্তব্যের ঘরে। ভিডিওটি যে মজা করে করা হয়েছিল তা মাহি নিশ্চিত করেছেন নিউজবাংলাকে।

সাধারণত নায়িকারা ব্যস্ত থাকেন তাদের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে। অবসর সময়টা নিজের মতো করে বা পরিবারের সঙ্গে কাটান। সেসব খবর প্রায়ই প্রকাশ হয় সংবাদমাধ্যমে।

কিন্তু নায়িকাদের আড্ডার কথা তেমন শোনা যায় না। এক পেশায় থাকা মানুষগুলোর আড্ডা দেয়াটা স্বাভাবিক হলেও সিনেমায় তা একেবারেই কম।

তাই মাহির একটি ঘটনা আলাদা করে চোখে পড়তে পারে নেটিজেনদের। এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করেছেন আরেক নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে। নুসরাত ফারিয়াও কোনো দ্বিধা না রেখে সাড়া দিয়েছেন মাহির মজায়।

সোমবার রাতে মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাতে মাহি তার গাড়িতে কোথাও যাচ্ছেন। যাওয়ার পথে তিনি শুনছিলেন নুসরাত ফারিয়ার গাওয়া ‘আমি চাই থাকতে’ গানটি।

গানটির সঙ্গে মাহি ঠোঁট মেলাচ্ছিলেন, সঙ্গে নানা অঙ্গভঙ্গিতে প্রকাশ করছিলেন গানে থাকা অনুভূতিগুলো।

ভিডিওটি পোস্ট করে মাহি ট্যাগ করেন নুসরাত ফারিয়াকে এবং লেখেন, ‘কালকে নাচব এই গানে।’

রসিক নুসরাত ফারিয়াও সঙ্গে সঙ্গে দিয়েছেন অনুমতি। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ওকে’, এরপর পাঁচটি হার্ট সাইন।

দুই নায়িকার এমন মজা দেখে নেটিজেনরাও ইতিবাচক মন্তব্য করেছেন ভিডিওটির মন্তব্যের ঘরে।

ভিডিওটি যে মজা করে করা হয়েছিল তা মাহি নিশ্চিত করেছেন নিউজবাংলাকে।

‘আমি চাই থাকতে’ নুসরাত ফারিয়ার দ্বিতীয় গান। এতে ফারিয়া ছাড়াও কণ্ঠ দিয়েছেন মাস্টার ডি। গানটির কম্পোজার ও প্রোডিউসারও মাস্টার ডি। আর গানটির বাংলা অংশটির কথা লিখেছেন সৈয়দ আতিক।

এ বিভাগের আরো খবর