বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুশান্ত, সারা ও রিয়া একসঙ্গে নেশা করতেন?

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জুন, ২০২১ ২০:২০

সারা নাকি রিয়াকে উপদেশ দিয়েছিলেন, আইসক্রিম আর গাঁজা এক সঙ্গে খেলে শরীরের ব্যথা কমে। অতিরিক্ত পরিশ্রমের ফলে গায়ে ব্যথা হলে সারা নাকি এভাবেই তা কমাতেন।

ভারতের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুবার্ষিকী আগামী ১৪ জুন। দিনটি যত এগিয়ে আসছে, ততই তার মৃত্যু নিয়ে বাড়ছে আলোচনা।

সম্প্রতি বলিউডের কিছু সংবাদমাধ্যম তার মৃত্যুর পর হওয়া মাদক মামলা নিয়ে দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার সেই তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, সুশান্তের মাদক মামলার বিবরণে নাকি অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলি খানের নাম উল্লেখ করেছেন রিয়া চক্রবর্তী।

প্রয়াত অভিনেতার সাবেক প্রেমিকার দাবি, সারা তাকে গাঁজা এবং মদ্যপান করার কথা বলেছিলেন। তারা তিনজন এক সঙ্গে নাকি নেশাও করতেন।

রিয়ার বরাত দিয়ে প্রতিবেদনের বলা হয়, মাদক মামলার বিবরণে সারার সঙ্গে তার ২০১৭-এর ৪-৬ জুনের কথোপকথন তুলে ধরেন রিয়া।

সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে রিয়া চক্রবর্তী

সেই অনুযায়ী তার দাবি, ওই সময় সারা নিজের হাতে গাঁজার কলকে বানাতেন। বলতেন, নেশা করলে শ্যুটিংয়ের প্রাত্যহিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়।

সারা আলী খান

সারা নাকি রিয়াকে উপদেশ দিয়েছিলেন, আইসক্রিম আর গাঁজা এক সঙ্গে খেলে শরীরের ব্যথা কমে। অতিরিক্ত পরিশ্রমের ফলে গায়ে ব্যথা হলে সারা নাকি এভাবেই তা কমাতেন।

শুধু তাই নয়, একটা সময় নাকি সারা-রিয়া এক সঙ্গে বসে এক কলকে থেকে গাঁজা টানতেন। মদ্যপানও করতেন একত্রে।

রিয়া চক্রবর্তী

মামলার বিবরণের এসব তথ্য অবশ্য আনন্দবাজার নিশ্চিত করতে পারেনি। রিয়া আদৌ এমন তথ্য দিয়েছেন কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ‘আদৌ ঘটনাগুলি সত্যি? আদৌ রিয়া এই ধরনের কোনও বয়ান রেকর্ড করেছেন? নাকি সমস্তটাই অভিনেতার মৃত্যুবার্ষিকীকে ঘিরে নতুন করে জন্ম নেওয়া জল্পনা? এ সব প্রশ্নের এখনও কোনও সঠিক জবাব পাওয়া যায়নি।’

এ বিভাগের আরো খবর