বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুরু হচ্ছে আরিয়ানের দ্বিতীয় ওয়েব ফিল্ম

  •    
  • ৭ জুন, ২০২১ ১৯:৪১

আরিয়ান ভক্ত-দর্শকদের জন্য আরেকটি আনন্দেন খবর হলো, দ্বিতীয় ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন এই পরিচালক। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আরিয়ান।

জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। বড় ছেলে নাটক নির্মাণের পর আলোচনায় আসেন তিনি। এর পর আরও অনেক নাটকের মাধ্যমে দর্শকদের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন এ পরিচালক।

একটি ওয়েব ফিল্মও নির্মাণ করেছেন আরিয়ান। যার নাম নেটওয়ার্কের বাইরে। ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব সিনেমাটি।

আরিয়ান ভক্ত-দর্শকদের জন্য আরেকটি আনন্দেন খবর হলো, দ্বিতীয় ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন এই পরিচালক। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আরিয়ান।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আমার দ্বিতীয় ওয়েব ফিল্মের কাজ শুরু করব। সব ঠিক থাকলে আসছে ঈদের পরেই শুটিং শুরু হবে।’

ওয়েব সিনেমার নাম এবং এতে কারা অভিনয় করছেন, তা চূড়ান্ত হলেও সিনেমা ও শিল্পীদের নাম বলা বারণ আছে বলে জানান আরিয়ান। সিনেমাটির ধরন, কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সেগুলোও জানাননি পরিচালক।

আরিয়ান বলেন, ‘আমি বছরে দুটি সিনেমা করতে চাই। সিনেমা দুটি বড় পর্দার জন্যও হতে পারে আবার ওটিটি প্ল্যাটফর্মের জন্যও হতে পারে। যদি ওটিটির জন্য হয়, তাহলে অবশ্যই বড় মাপের হতে হবে। আমি এমন পরিকল্পনাতে আগাচ্ছি।’

মিজানুর রহমান আরিয়ানের প্রথম ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরে এর অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

যেহেতু আরিয়ানের পরিচালনায় নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মটি এ বছর মুক্তি পাবে এবং তিনি এ বছরেই আরেকটি ওয়েব ফিল্ম করতে যাচ্ছেন, তাই চলতি বছরে আর কোনো ওটিটি ফিল্ম বা বড় পর্দার সিনেমা করবেন না আরিয়ান।

সিনেমা প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘সিনেমার বেশ কটি প্রস্তাব আছে আমার কাছে। গল্পসহ অন্যান্য কাজ আগাচ্ছে। আমার মনে হয় না এবছর আর নতুন কোনো সিনেমার কাজ ধরতে পারব। নতুন কাজ নতুন বছরেই ধরতে হবে।’

এ বিভাগের আরো খবর