বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশে শেষ করা মেঘলার প্রথম সিনেমা ‘পায়ের ছাপ’

  •    
  • ৭ জুন, ২০২১ ১৯:০৬

মেঘলা জানান, নারীকেন্দ্রিক সিনেমা এটি। একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প নিয়েই সিনেমার কাহিনি। মেঘলা মনে করেন তার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট হবে সিনেমাটি।

দেশের মডেলিং জগতে তুমুল জনপ্রিয় হলেও সিনেমায় কিছুটা নবীন মেঘলা মুক্তা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাতে তাকে দেখা গেছে কয়েকবার।

হঠাৎ করেই ভারতের তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সুযোগ পান মেঘলা। কেন্দ্রীয় চরিত্রে সেখানে অভিনয় করেন। দেশেও কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হন পাঞ্চ নামের একটি সিনেমায়। কৌশিক শঙ্কর দাশ পরিচালিত সিনেমাটি করোনার কারণে শেষ হয়নি এখনও।

সেই হিসেবে কেন্দ্রীয় চরিত্রে দেশের কোনো সিনেমা শেষ করতে পারেননি মেঘলা। তার সেই আক্ষেপ এবার শেষ হলো।

দেশের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে পুরো সিনেমার কাজ শেষ করলেন সম্প্রতি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির নাম পায়ের ছাপ। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু।

নিউজবাংলাকে মেঘলা বলেন, ‘দেশে কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হওয়া আমার প্রথম সিনেমা পাঞ্চ। কিন্তু সিনেমাটির কাজ এখনও অনেক বাকি। কিন্তু পায়ের ছাপ সিনেমাটির কাজ খুব ভালোভাবে শেষ হয়েছে। তাই পায়ের ছাপ সিনেমাটাই দেশে শেষ হওয়া আমার অভিনীত প্রথম সিনেমা। মনে হচ্ছে এটিই আগে মুক্তি পাবে।’

পায়ের ছাপ সিনেমায় মেঘলার লুক। ছবি: সংগৃহীত

মেঘলা জানান, নারীকেন্দ্রিক সিনেমা এটি। একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প নিয়েই সিনেমার কাহিনি। মেঘলা মনে করেন তার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট হবে সিনেমাটি।

সিনেমাতে আরও অভিনয় করেছেন প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, নরেশ ভুইয়া, তুষার খান।

সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক সাইফুল ইসলাম মাননু। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু এবং শওকত আলী ইমন। একটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার সোমলতা।

মেঘলা জানান, শিগগিরই পায়ের ছাপ দেখা যাবে বড় পর্দায়।

এ বিভাগের আরো খবর