বিতর্ক যেন পিছু ছাড়ে না পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসারত জাহানের।
কিছুদিন আগে তার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনাগত সন্তানের বাবা কে এ নিয়ে কানাঘুষো চলছে নেটিজেনদের মধ্যে।
নুসরাত নিজে যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে হাজারো কটাক্ষ, মিম, ট্রলিং প্রভাব ফেলতে পারেনি নুসরাতের ওপর। সেই বার্তাই দিচ্ছে এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম ওয়াল।
সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
এতে দেখা যাচ্ছে, গাঢ় বেগুনি রঙের গাউন, খোলা চুলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নানা ধরনের পোজ দিচ্ছেন নুসরাত। কয়েক সেকেন্ডের ভিডিওতে নুসরাত বরাবরের মতোই সাহসী এবং সাবলীল।
এই পোস্টের বিবরণীতে তিনি লিখেছেন, ‘শক্ত হও, সাহসী হও, সুন্দর হও।’
এই পরিস্থিতিতে নিজের উদ্দেশেই কি এই বার্তা নুসরাতের?
মা হওয়ার প্রসঙ্গে এখনও মুখ খোলেননি অভিনেত্রী। তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়েও নিশ্চুপ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তাই বুঝিয়ে দিচ্ছে, কোনো ধরনের নেতিবাচক মন্তব্যেরই তোয়াক্কা করেন না নুসরাত জাহান। তিনি বাঁচেন তার শর্তে।
ভিডিওটি পোস্ট হওয়ার মাত্র ৪০ মিনিটের মধ্যেই ২৩ হাজারের বেশি মানুষ সেটি দেখে ফেলেছেন। কমেন্ট বক্সে তাকে ভালবাসা জানিয়েছেন অনেকেই।
শুক্রবার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এক মাস আগেই এ সুখবর পেয়েছেন তারা।
গত কয়েক মাস ধরে টানাপড়েন চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা।
নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।’
জানা যায়, এসওএস কলকাতা চলচ্চিত্রের শ্যুটিংয়ের সময় যশের প্রেমে পড়েন নুসরাত। এরপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেন দুজন। মরুশহরে দুজন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন অনেকটাই নিশ্চিত খবরে পরিণত হয়। চুপিচুপি অজমের দরগাতেও ঘুরে এসেছিলেন দুজন।
সম্পর্কের প্রথম দিকে কিছুটা রাখঢাক রাখলেও সময়ের সঙ্গে সেই জড়তা কাটিয়েছেন দুজনই। নেটমাধ্যমে একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর ছবি থেকে নুসরাতের ছবির প্রিমিয়ারে যশের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে অনেক কিছু।