বড় পর্দার নায়িকাদের ওড়না কিংবা শাড়ির আঁচল ওড়ার ঘটনা নতুন নয়। বলা যায় প্রতিটি সিনেমাতেই এমন দৃশ্য দেখে অভ্যস্ত দর্শকরা। কিন্তু এবার ঘটল ভিন্ন ধরনের ঘটনা। তেমনই ভিন্ন ঘটনা ঘটেছে টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে।
করোনাভাইরাস মহামারির মধ্যে নিজে যেমন সচেতন ছিলেন, তেমনি সচেতনতায় কাজ করছেন সাংসদ মিমি চক্রবর্তী। করোনারোধে এমন কি মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেছেন তিনি।
মাস্ক পরার কথা সবসময় বলছেন, কিন্তু তার সঙ্গেই ঘটেছে আজব ঘটনা। আবাসনের গাড়ি পার্কিংয়ের জায়গায় দাঁড়িয়েছিলেন মিমি। এমন সময় দমকা বাতাসে উড়িয়ে নিয়ে গেছে তদার মুখের মাস্ক।
সেই মাস্ক ওড়ানোর কাণ্ডটির ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিজে।
সেই ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে মিমির চুল। হাতে ধরে রাখা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছেন তিনি।
কিন্তু উড়ে আসা চুল বারবার ঢেকে দিচ্ছে সাংসদের মুখ। কয়েক সেকেন্ডের এই ভিডিও দিয়ে মিমি লিখেছেন, ‘আমার পার্কিংয়ে আটকে গিয়েছি। হাওয়ায় মাস্ক উড়ে গিয়েছে।’
এতদিন বড় পর্দায় দমকা হাওয়ায় নায়িকাদের ওড়না কিংবা শাড়ির আঁচল উড়তে দেখা গেছে অনেক। কিন্তু মাস্ক ওড়ার এমন দৃশ্য দেখা যায়নি।
মিমির সেই ইস্টাগ্রাম স্টোরিজ দেখে অবশ্য আনন্দ পেয়েছেন তার ফলোয়াররা।
এ ছাড়া সোমবার সকালে আরেকটি ভিডিও শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। কালো লম্বা ঝুলের পোশাকে, খোলা চুলে অনুরাগীদের সেই ছবি হৃদস্পন্দন বাড়াবে তাতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি তিন ঘণ্টা সময়ের মধ্যে লাখের বেশি জন দেখে ফেলেছেন।