বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম ওয়েব ফিল্মে পরীতেই আস্থা চয়নিকার

  •    
  • ৭ জুন, ২০২১ ১৪:২৮

চয়নিকা বলেন, ‘সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। আর দুই-তিন দিনের মধ্যে আমরা বাকি অভিনয়শিল্পীদের নাম জানাতে পারব।’

প্রথমবার ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন বিশ্বসুন্দরী খ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরী। ওয়েব ফিল্মটির নাম অন্তরালে। এখানেও পরিচালকের আস্থা চিত্রনায়িকা পরীমনি। পরিচালকের প্রথম সিনেমাতেও পরীমনি ছিলেন নায়িকা।

নিউজবাংলাকে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘পরীমনি ভালো অভিনেত্রী। দেখতে সুন্দর। তার চেয়েও বড় কথা হলো সে একজন ভালো মানুষ। আমাদের মধ্যে অন্যরকম সম্মানের সম্পর্ক। যেহেতু আমাদের মধ্যে এত আন্তরিকতা, তাই ধারণা করছি কাজটা আরও ভালো করে করতে পারব।’

পান্থ শাহরিয়ার লিখেছেন ওয়েব ফিল্মটির গল্প। এখানে পরীমনিকে দেখা যাবে একজনের স্ত্রীর চরিত্রে। যেই ঘরে ঘটবে একটি মৃত্যুর ঘটনা।

পরিচালক জানান, রক্তপাতের মাধ্যমে যেমন মার্ডার হয়, তেমন সম্পর্কেরও কিন্তু মার্ডার হয়। গল্পটিকে বলা যেতে পারে একটি রহস্য গল্প বা থ্রিলার গল্প। আবার প্রেমের গল্পও বলা যেতে পারে। মূলত সব কিছুই আছে ওয়েব ফিল্মটিতে।

চয়নিকা বলেন, ‘সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে ঢাকার বাইরে শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং। আর দুই-তিন দিনের মধ্যে আমরা বাকি অভিনয়শিল্পীদের নাম জানাতে পারব।’

এখন পর্যন্ত ওয়েব ফিল্মটিতে একটি গান রাখার পরিকল্পনা রয়েছে। এটা বাড়তেও পারে। তবে যে একটি গানের পরিকল্পনা রয়েছে, সেটি লিখছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল এবং তাতে কণ্ঠ দেবেন কোনাল।

নির্মাতা চয়নিকা চৌধুরী (ওপরে) ও চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

অন্তরালে ওয়েব ফিল্মটি কোন ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে তা এখনও জানাননি পরিচালক। বলেছেন, ‘আমি দেশকে ভালোবাসি; দেশের কোনো ওয়েব প্ল্যাটফর্মেই এটি মুক্তি দেব।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমার দ্বিতীয় সিনেমার গল্প ও অভিনয়শিল্পী চূড়ান্ত হয়ে আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি।’

এ বিভাগের আরো খবর