গত ৩ জুন আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে আলোচিত হিন্দি সিরিজ দ্য ফ্যামিলি ম্যান টু। যদিও ৪ জুন মুক্তি পাওয়ার কথা ছিল সিরিজটির। তবে দর্শকের অবাক করে দিয়ে একদিন আগেই মুক্তি দেয়া হয়।
মুক্তির আগে থেকেই সিরিজটি নিয়ে চলছি বিতর্ক, যা থামছেই না। এটির মুক্তি ঠেকাতে উঠেপড়ে লেগেছিল তামিলনাড়ু সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানিয়েছিল তারা।
এই সিরিজে তামিলদের অসম্মান করা হয়েছে বলে তাদের অভিযোগ।
তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে এ সংক্রান্ত একটি চিঠিও পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের যোদ্ধাদের অপমান করা হয়েছে।’
এবার দ্য ফ্যামিলি ম্যান টু সরিয়ে ফেলা না হলে আমাজন প্রাইম বয়কটের হুমকি দিলেন তামিলনাড়ুর ন্যাশনালিস্ট পার্টি ‘নাম তালিমার কাচ্চি’ (এনটিকে)-এর নেতা ও অভিনেতা সিন্থামিনহেনেজ সিমান।
দ্য ফ্যামিলি ম্যান টু- এর প্রচার বন্ধ না করা হলে আমাজন প্রাইম বর্জনের জন্য ব্যাপক প্রচার চালানো হবে বলে হুমকি দিয়েছেন এই নেতা।
গত ৪ জুন আমাজন প্রাইম ভিডিওর ইন্ডিয়া অরিজিনালসের কর্ণধার অপর্ণা পুরোহিতের কাছে এ সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন সিমান।
চিঠিতে দাবি করেছেন, সিরিজটি যেন ‘শ্রীলঙ্কা সরকারের কণ্ঠস্বর’, যা দেখে তিনি হতবাক।
দ্য ফ্যামিলি ম্যান ২-এর পোস্টার। ছবি: সংগৃহীত
দ্য ফ্যামিলি ম্যান টু-তে তামিল ইজহাম সংগ্রামকে সস্তাভাবে চিত্রিত করা হয়েছে। এতে তামিলদের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে সিমানের অভিযোগ।
তিনি দাবি করেছেন, সিরিজটির মাধ্যমে সেই ১২ কোটি তামিলিয়ানকে অপমান করা হয়েছে, যারা এখনও সেই শতাব্দীর জঘন্যতম গণহত্যার স্মৃতি থেকে বেরুতে পারেনি।
সিমান এই সিরিজটি সম্পূর্ণরূপে বন্ধের আহ্বান জানিয়ে বলেন, দ্য ফ্যামিলি ম্যান টু-তে তামিল জনগণকে সহিংস, উগ্রবাদী হিসাবে দেখানোর সাহসও নিন্দনীয়।
সিরিজটির নির্মাতাদের সতর্ক করে সিমান বলেন, ‘যদি তাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হয় তাহলে সম্ভাব্য সবচেয়ে খারাপ প্রতিরোধের মুখোমুখি হতে হবে তাদের।’
দ্য ফ্যামিলি ম্যান ২-এর পোস্টার। ছবি: সংগৃহীত
এই সিরিজে অভিনয় করেছেন তামিল অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। তামিল পরিচয়ের অবমাননার অভিযোগে তার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তামিলনাড়ুর অনেক মানুষ।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল দ্য ফ্যামিলি ম্যান সিরিজের প্রথম সিজন। সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী।