ভারতের খ্যাতিমান চিত্রপরিচালক রাম গোপাল ভার্মার পরিচালনায় শেষবারের মতো বলিউড শাহেনশাহ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে দেখা গেয়েছিল ২০১৭ সালে মুক্তি পাওয়া সরকার থ্রি সিনেমায়।
তারপর কেটে গেছে বেশ কয়েক বছর। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সরকার সিনেমার পর আর এক সঙ্গে কাজ করা হয়নি এই পরিচালক-অভিনেতা জুটির।
তবে দীর্ঘ বিরতির আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের জানিয়েছে, রাম গোপাল ভার্মার নতুন সেই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।
কয়েক বছর আগে সেই সিনেমার চিত্রনাট্যও লেখা শেষ রাম গোপাল। সিনেমাটি নির্মাণের পরিকল্পনা একাধিকবার হলেও নানা কারণে সেটি আর হয়ে উঠেনি।
তবে বর্তমানে সিনেমাটি গল্পে কিছুটা বদল করেছেন পরিচালক। গল্পের প্রেক্ষাপট অনুয়ায়ী গোয়ার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক।
কিছুদিন আগেই নাকি সেই চিত্রনাট্য অমিতাভ বচ্চনকে শুনিয়েছেন রাম গোপাল। সিনেমার গল্প নাকি এতোটাই ভালো লেগেছে অমিতাভের যে, একবারেই রাজি হয়েছেন অভিনয় করতে।
এই পরিচালক ও অভিনেতার অনেক বছরের সম্পর্ক। অমিতাভকে নিয়ে একাধিক সিনেমা বানিয়েছেন রাম গোপাল।
ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে এই পরিচালকের নতুন ওয়েব সিরিজ ‘ডি কোম্পানি’। লকডাউনের কারণে এই সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শুরু করতে সরকারি নির্দেশনার অপেক্ষায় আছেন তিনি।
অন্যদিকে অমিতাভ বচ্চন ব্যস্ত রয়েছেন ডেডলি সিনেমার কাজে। এরপর তার হাতে রয়েছে দ্য ইন্টার্ন এর হিন্দি রিমেক।
এসব কাজ শেষ হলে আগামী বছরের মাঝামাঝিতে রাম গোপাল ভার্মার নতুন সিনেমার শুটিংয়ে যোগ দিতে পারবেন এই বর্ষীয়ান অভিনেতা।