সম্প্রতি ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তি স্থাপনের বিরোধিতা দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন নব্বই দশকের সাড়াজাগানো বলিউড অভিনেত্রী জুহি চাওলা।
ফাইভজি নেটওয়ার্ক পরিবেশ ও মানুষের ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলবে উল্লেখ করে এই মামলা করেছিলেন অভিনেত্রী।
তবে শুক্রবার দিল্লি হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে। সেই সঙ্গে আদালতের ভর্ৎসনার মুখেও পড়েছেন জুহি। করা হয়েছে ২০ লাখ রুপি জরিমানাও।
আদালত জানায়, পুরোটাই নাকি মিডিয়া পাবলিসিটির জন্য করেছেন অভিনেত্রী। এই আবেদন অযাচিত ও ভুলভাল তথ্যে ভরপুর। বিষয়টি নিয়ে আবেদনকারীর কোনো স্পষ্ট ধারণা নেই।
যেহেতু জুহি তার মামলার ভার্চুয়াল শুনানির লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাই স্পষ্টই আদালত জানায়, মিডিয়ার সামনে প্রচারে আসতে এই মামলা করেছেন তিনি।
গত ৩১ মে এই মামলা করেছিলেন পরিবেশবাদী এই অভিনেত্রী।
বলিউড অভিনেত্রী জুহি চাওলা। ছবি: সংগৃহীত
এই নিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ‘আমরা দেশের প্রযুক্তিগত উন্নতির বিপক্ষে নই। কিন্তু বেশ কিছু সমীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে পেরেছি মানুষ ও পশুপাখিদের শরীরের জন্য এটার রেডিয়েশন কতটা ক্ষতিকর।’