করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পুরো ভারত। করোনা সংক্ৰমণ রুখতে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে লকডাউন। কর্মহীন হওয়া ও অর্থনৈতিক সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষের।
ঠিক এই সংকটের বাইরে নয় বলিউডের স্টান্ট শিল্পীরা। করোনা আর লকডাউনের জেরে স্তব্ধ হয়ে আছে বলিউডও। শুটিং বন্ধ, কাজ নেই তাদেরও। বেকার হয়ে পড়েছেন অসংখ্য স্টান্ট শিল্পী।
যাদের রোজগার মূলত প্রতিদিনের শুটিংয়ের উপরই নির্ভর করে। তাদের অনেকেই ‘স্টান্ট’ ছাড়া অন্য কোনো কাজ না জানায় পড়েছেন চরম বিপদে।
এবার এই শিল্পীদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান ও নেটফ্লিক্স।
‘মুভি স্টান্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশন’-এর তালিকাভুক্ত সব স্টান্ট শিল্পীদের সাহায্য করবেন সালমান খান ও নেটফ্লিক্স।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন মুভি স্টান্ট আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এজাজ গুলাব।
সম্প্রতি এক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সালমান খানের কাছ থেকে অর্থ সাহায্য আসা শুরু হয়েছে। সেইসব অর্থ সংস্থার তালিকাভুক্ত প্রতিটি স্টান্ট শিল্পীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।
তিনি আরও জানিয়েছেন, তাদের সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে নেটফ্লিক্সও।
গত বছর লকডাউনের সময় স্টান্ট শিল্পীদের পাশে দাঁড়িয়েছিলেন অজয় দেবগণ, রোহিত শেট্টি ও টাইগার শ্রফ।