ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসারত জাহান অন্তঃসত্ত্বা বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে এটি ছড়িয়ে পড়ে টালিউডে।
নুসরাত নিজে যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠদের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এক মাস আগেই এ সুখবর পেয়েছেন তারা।
গত কয়েক মাস ধরে টানাপড়েন চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা।
নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।’
জানা যায়, এসওএস কলকাতা চলচ্চিত্রের শ্যুটিংয়ের সময় যশের প্রেমে পড়েন নুসরাত। এরপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেন দুজন। মরুশহরে দুজন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন অনেকটাই নিশ্চিত খবরে পরিণত হয়। চুপিচুপি অজমের দরগাতেও ঘুরে এসেছিলেন দুজন।
সম্পর্কের প্রথম দিকে কিছুটা রাখঢাক রাখলেও সময়ের সঙ্গে সেই জড়তা কাটিয়েছেন দুজনই। নেটমাধ্যমে একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর ছবি থেকে নুসরাতের ছবির প্রিমিয়ারে যশের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে অনেক কিছু।