২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৫৮৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। গত অর্থ বছরে সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেট ছিল ৫৭৯ কোটি। পরে তা সংশোধিত হয়ে দাঁড়ায় ৫২২ কোটিতে।
সেই হিসাবে সংস্কৃতি খাতে গত অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার বেড়েছে ৬৫ কোটি টাকা।
অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেট বেড়েছে গত অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায়।
গত অর্থ বছরে মন্ত্রণালয়টিতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ ১ হাজার ৩৯ কোটি টাকা হলেও তা সংশোধিত হয়ে দাঁড়ায় ৯৯৩ কোটি টাকা।
২০২১-২২ অর্থ বছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিমাণ ১ হাজার ৮ কোটি টাকা। গত অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার বেড়েছে ১৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ মে) বিকালে সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ফিল্ম আর্কাইভের চলচ্চিত্র সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কার্যক্রম পুনরুদ্ধারকরণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সনাতন পদ্ধতির জায়গায় ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রবর্তন করা হয়েছে।
‘দেশব্যাপী বাংলাদেশ টেলিভিশন ও বেতার কেন্দ্র আধুনিকায়ণ ও ডিজিটাল সম্প্রচার ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার বর্তমানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
‘অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা প্রদানের লক্ষ্যে ২০১৪ সালে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন: নিহত সাংবাদিক, আহত সাংবাদিক, অসুস্থ ও অস্বচ্ছল) সাংবাদিকগণকে অনুদান প্রদান করা হচ্ছে এবং চলতি অর্থবছরে এ বাবদ ১০ কোটি টাকা প্রদান করা হচ্ছে। এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে উক্ত ট্রাস্টের নিজস্ব তহবিলে সিড মানি হিসেবে ৩৮ কোটি ১০ লাখ টাকা জমা হয়েছে।’