জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে দাম্পত্য জীবনের ৪৮ বছর পূর্ণ করলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন।
দীর্ঘ এই সময়ের মধ্যে কত গুঞ্জন ছিল তাদের দাম্পত্য জীবনে! তাদের সংসার নাকি ভাঙতে বসেছিল। শোনা গিয়েছিল রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অমিতাভ।
তবে সমস্ত গুঞ্জন সামলে নিয়েছিলেন তারা। কাটিয়ে ফেললেন দাম্পত্য জীবনের প্রায় অর্ধশত বছর।
১৯৭৩ সালে এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন এই তারকা দম্পতি। তাই তো এই বিশেষ দিনে স্মৃতির পাতা উল্টে দেখলেন অমিতাভ।
স্ত্রী জয়াকে ভালোবাসা জানিয়ে বিয়ের দিনের দুটি ছবির কোলাজ প্রকাশ করেছেন বিগ বি।
ছবিতে দেখা যায় বিয়ের দিন সাদা রঙের একটি শেরওয়ানি পরেছিলেন অমিতাভ। লাল শাড়ি আর মানানসই গয়নায় সেজেছিলেন জয়া।
আর সে অবস্থায় জীবনসঙ্গী জয়ার সিঁথিতে সিঁদুর দেয়ার সেই মুহূর্তের ছবির জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অমিতাভ।
ছবির ক্যাপশনে অমিতাভ লিখেন, ‘জুন ৩, ১৯৭৩। আমাদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’
ভক্ত-অনুরাগীরা তো বটেই, অমিতাভ বচ্চনের সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারাও।