প্রকাশ পেয়েছে আয়নাবাজি খ্যাত পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা রিকশা গার্লের ফার্স্ট লুক। নিউজবাংলাকে পরিচালক জানিয়েছেন, এটি সিনেমার আন্তর্জাতিক ফার্স্ট লুক।
অমিতাভ বলেন, ‘যেহেতু সিনেমাটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরোনো ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করতে যাচ্ছে, তাই প্রযোজক ফার্স্ট লুকটা প্রকাশ করেছেন। দেশের প্রেক্ষাগৃহের জন্য যখন ফার্স্ট লুক, টিজার বা ট্রেলার প্রকাশ করা হবে তখন সেটা অন্যরকম হবে।’
২ মিনিট ১৮ সেকেন্ডের ফার্স্ট লুকে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা গেছে। সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষাতে দৃশ্যায়িত হয়েছে কি না জানতে চাইলে অমিতাভ বলেন, ‘শুধু বাংলা বা শুধু ইংরেজিতে সিনেমাটি চিত্রায়িত হয়নি, মিক্সডভাবে সংলাপ বলানো হয়েছে।’
সম্পূর্ণ বাংলা ভাষায় সিনেমাটি মুক্তি দেয়া হবে কি না, তা নিয়ে চূড়ান্ত বক্তব্য পাওয়া যায়নি পরিচালকের কাছ থেকে।
ফার্স্ট লুকে একটি মেয়ের জীবনের নির্মম পরিবর্তন সহজেই বোঝা যায়। বাবার অসুস্থতার পর পরিবার চালাতে মেয়েটিকে বের হতে হয় রিকশা নিয়ে। সেই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।
রিকশা গার্ল সিনেমায় বিভিন্ন লুকে নভেরা রহমান। ছবি: সংগৃহীত
‘আমি ভেবেছিলাম সেট তৈরি করা হবে, সেখানে আমি রিকশা চালাব। কিন্তু না, আমাকে একদম রাস্তাতেই রিকশা চালাতে হয়েছে। প্রচণ্ড পরিশ্রম। রিকশা চালানো শেখার আগে এক মাস শক্তি বাড়ানোর ট্রেনিং নিতে হয়েছে। প্রথমে আমার রিকশা টানার শক্তি ছিল না।
‘নিকেতনের রাস্তায় আমি রিকশা চালানো প্র্যাকটিস করতাম। সবাই দেখত, একটা মেয়ে জিমের পোশাক পরে রিকশা চালাচ্ছে।’ নিউজবাংলাকে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন নভেরা।
সিনেমায় নভেরার চরিত্রের নাম নাঈমা। নিম্ন আয়ের একটি পরিবারের মেয়ে সে। সদ্য তরুণী হওয়া মেয়েটি মূলত গ্রামের বিভিন্ন জায়গায় আলপনা এবং রং-তুলি দিয়ে নকশা তৈরি করে।
রিকশা গার্ল চরিত্রে নভেরা রহমান। ছবি: সংগৃহীত
সিনেমা নিয়ে আলাদা মুগ্ধতা রয়েছে নাঈমার। কিন্তু সেই স্বপ্নের পৃথিবী ছেড়ে তার আসতে হয় জীবনের কঠিন বাস্তবতায়। রিকশা চালাতে গিয়ে লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে পুরুষের মতো বেশ নেয় সে। কেটে ফেলে লম্বা চুল।
নভেরা বলেন, ‘অন্যান্য কাজের কারণে আমার আসল চুল কাটা সম্ভব হয়নি। ওগুলো নকল চুল ছিল।’
সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান ও তার বাবার চরিত্রে নরেশ ভূঁইয়া। ছবি: সংগৃহীত
নভেরা আরও বলেন, ‘নাঈমা সাহসী একটা চরিত্র। সমাজ যে তাকে রিকশা চালানোর ক্ষেত্রেও সমস্যা তৈরি করবে সেটা নাঈমা মনে করেনি প্রথমে। পরে পরিস্থিতি পালটে যায়। তবে নাঈমা কিন্তু নিজেকে অসহায়-অবলা মনে করে না।’
নভেরা গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরীর মেয়ে। সিনেমাতেও তারা অভিনয় করেছেন মা-মেয়ের চরিত্রে।
Caption
মায়ের সঙ্গে অভিনয় করার অনুভূতি জানতে চাইলে নভেরা বলেন, ‘নিজের মাকে সিনেমায় মা হিসেবে পেয়ে আমার মনে হয় অভিনয় কিছুটা ভালো হয়েছে। আমার মা অসাধারণ একজন অভিনেত্রী, তার সঙ্গে কাজ করতে আমি সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করি।’
সিনেমাটি দেশে কবে মুক্তি পাবে তা নিয়ে নিশ্চিত কিছু বলেননি অমিতাভ রেজা চৌধুরী। তবে সিনেমাটি আগে ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে ও প্রদর্শিত হবে, তারপর দেশে মুক্তি পাবে।
রিকশা গার্ল সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত
মিতালি পারকিন্সের রিকশা গার্ল উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি প্রযোজনা করেছেন এনরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর ও জিয়াউদ্দিন আদিল। সিনেমার চিত্রনাট্য করেছেন নাফিস রফিক আমিন ও শরবরী জেড. আহমেদ।
সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। আরও আছেন নরেশ ভূঁইয়া, চম্পাসহ আরও অনেকে।