বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছেলের ছবি ও নাম প্রকাশ করলেন শ্রেয়া

  •    
  • ২ জুন, ২০২১ ১৪:৫৬

শ্রেয়ার পোস্ট করা সেই ছবিতে দুহাতে ছেলেকে আগলে রয়েছেন তিনি। ছোট্ট দেবায়ণের পরনে রয়েছে সাদা রঙের পোশাক। পাশে দাঁড়িয়ে থাকা শিলাদিত্য শ্রেয়ার হাতের নিচটা আগলে রয়েছেন। বাবা-মা দুজনেই একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সন্তানের দিকে।

গত ২২ মে পৃথিবীর আলো দেখেছে ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের পুত্রসন্তান। তার ঠিক ১২ দিনের মাথায় ছেলের ছবি ও নাম প্রকাশ করে পরিচয় করিয়ে দিলেন এই সংগীতশিল্পী।

ছেলের নাম রেখেছেন, ‘দেবায়ণ মুখোপাধ্যায়’।

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছোট্ট দেবায়ণকে কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে রয়েছেন স্বামী শিলাদিত্যও।

সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘পরিচয় করিয়ে দেই দেবায়ণ মুখোপাধ্যায়ের সঙ্গে। গত ২২ মে সে ভূমিষ্ঠ হয়েছেন ও আমাদের পুরো জীবনটা পালটে দিয়েছেন। জন্মের পর প্রথম ঝলকেই আমাদের হৃদয়টা ভালোবাসায় পূর্ণ করেছিলেন। যেই ভালোবাসা কেবল মা-বাবারাই সন্তানের জন্য অনুভব করতে পারেন। এটি খাঁটি অনিয়ন্ত্রিত অপ্রতিরোধ্য ভালবাসা। যা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। শিলাদিত্য এবং আমি জীবনের এই সুন্দর উপহারের জন্য অনেক কৃতজ্ঞ।’

শ্রেয়ার পোস্ট করা সেই ছবিতে দুহাতে ছেলেকে আগলে রয়েছেন তিনি। ছোট্ট দেবায়ণের পরনে রয়েছে সাদা রঙের পোশাক। পাশে দাঁড়িয়ে থাকা শিলাদিত্য শ্রেয়ার হাতের নিচটা আগলে রয়েছেন। বাবা-মা দুজনেই একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সন্তানের দিকে।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রেয়া। বলিউডি চমক ছাড়াই কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল তাদের।

বিয়ের ছয় বছরের মাথায় তাদের একমাত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানালেন দুজনে।

এ বিভাগের আরো খবর