বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউটিউবারদের জন্য বাজেটে কিছু নেই: সালমান মুক্তাদির

  •    
  • ১ জুন, ২০২১ ২২:২৬

ইউটিউবার সালমান মুক্তাদির বললেন, সরকার যদি ইউটিউবারদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে, তাহলে প্রথম বছরেই দেড় হাজার মিলিয়ন ডলার আয় করা সম্ভব।

ইউটিউব থেকে এখন অনেকেই আয় করছেন। নানা প্রতিবেদনে উঠে এসেছে তাদের ভালো আয়ের তথ্য। যেমন ফুড ব্লগার ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত রাফসানের মাসে আয় লাখ টাকা বলে তিনি নিজেই দাবি করেছেন।

‘থটস অব শামস’ নামে অ্যাকাউন্ট চালানো ইউটিবার শামস তার এক বক্তব্যে জানিয়েছিলেন, আট থেকে দশ লাখ টাকা আয় করেন তিনি, যদিও তিনি বলেন নি সেটা মাসিক না বার্ষিক আয়।

ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের এই আয় কিছুটা হলেও অবদান রাখতে পারত জাতীয় বাজেটে। নিউজবাংলাকে তেমনটাই জানালেন দেশের সেলিব্রিটি ইউটিউবার সালমান মুক্তাদির। কিন্ত কনটেন্ট ক্রিয়েটরদের কাজকে স্বীকৃতি দেয়া হয় না বলে সেটা সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘কনটেন্ট ক্রিয়েটরদেরকে ডেকে যদি একটা প্ল্যাটফর্মে আনা যেত, তাহলে কিন্তু অনেকগুলো কাজ একসঙ্গে হতে পারত। দেশের শ্রমশক্তি দেশেই ব্যবহার করে বিদেশ থেকে আয় করার সুযোগ ছিল।’

তিনি আরও বলেন, ‘এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারলে প্রথম বছরেই দেড় হাজার মিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে আমি মনে করি। একই সঙ্গে কনটেন্টের এখন যে এলোমেলো অবস্থা, সেটাও ঠিক হতে পারত।’

কিন্তু সালমান দুঃখ নিয়েই জানান, তিনি বিশ্বাস করেন এই কাজের স্বীকৃতি সরকার দেবে না। তাই তিনি এসব নিয়ে আশা করেন না।

তিনি বলেন, ‘আমরা হচ্ছি নিজেরটা নিজে করে খাওয়া মানুষ আর কি।’

সালমান জানান, যদি সরকারি কর্তৃপক্ষ মনে করেন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করবে, এই খাতে কিছু বাজেট দেবে, এর প্রমোশন করবে, তাহলে নিশ্চয়ই কনটেন্ট ক্রিয়েশন একটি ভালো জায়গা পেত এবং বাজেটে কিছু হলেও অবদান রাখতে পারত।

এ বিভাগের আরো খবর