বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুট ফ্রম হোম নিয়ে টলিপাড়ায় ঝগড়া

  • অসিত পুরকায়স্থ, কলকাতা   
  • ১ জুন, ২০২১ ১৯:৪৫

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের জবাব, ‘ফেডারেশন শুট ফ্রম হোম মেনে নেবে না। অভিনেতা ও প্রযোজকদের পাশাপাশি রূপসজ্জাশিল্পী, খাবার সরবরাহকারী এবং জুনিয়র আর্টিস্টের কথাও চিন্তা করে সংগঠন। বাড়ি থেকে শুটিং হলে এরা বঞ্চিত হবেন।’

পশ্চিমবঙ্গের কড়া করোনা বিধিনিষেধে টলিপাড়ায় শুটিং বন্ধ। টান পড়েছে টাকাপয়সায়। এই অবস্থায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের চলা ধারাবাহিকের জনপ্রিয়তা বজায় রাখতে, দর্শক ধরে রাখতে এবং ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলী, টেকনিশিয়ান সবার পরিবারের মুখে খাবার তুলে দেয়ার কথা মাথায় রেখে শুরু হয়েছে, শ্যুট ফ্রম হোম। করোনা বিধি মেনে এবার এই নতুন শুটিং পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের মধ্যে।

ওয়েস্ট বেঙ্গল পিকচার আর্টিস্ট ফোরামের সহ-সম্পাদক দিগন্ত বাগচী সোমবার সাংবাদিকদের জানান, ‘বিধিনিষেধ মেনে অভিনেতাদের ‘বাড়ি থেকে শুটিংয়ে’ তাদের কোনো আপত্তি নেই।’

অন্যদিকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সোজা জবাব, ‘ফেডারেশন শুট ফ্রম হোম মেনে নেবে না। অভিনেতা ও প্রযোজকদের পাশাপাশি রূপসজ্জাশিল্পী, খাবার সরবরাহকারী এবং জুনিয়র আর্টিস্টের কথাও চিন্তা করে সংগঠন। বাড়ি থেকে শুটিং হলে এরা বঞ্চিত হবেন।’

ফোরামের পক্ষ দিগন্ত বাগচী প্রশ্ন তোলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে নিজেদের বাড়ি থেকে বা কোনো শিল্পীর বাড়িতে ২-৩ জন শিল্পী নিয়ে গিয়ে শুটিং করলে দোষের কী? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়ার্ক ফ্রম হোমের বিরোধিতা করেননি।’

এ বিষয়ে ফেডারেশনের পাল্টা যুক্তি, ‘ফোরামকে সমর্থন জানালে, ফেডারেশনের আপত্তির বিষয়গুলো থেকেই যাবে। খুব শিগগির ফোরামের বিরোধিতা করে, বিবৃতি দেবে ফেডারেশন।’

তাহলে টলিপাড়ার শুটিংয়ের ভবিষ্যত কী? স্বরূপের সোজা জবাব, ‘যারা লুকিয়েচুরিয়ে, বাড়ি থেকে শুটিং চালু করেছিল, তারা দেবে এর উত্তর।’

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় পশ্চিমবঙ্গে লকডাউনের মতো কড়া বিধিনষেধে শুটিং বন্ধ। এপিসোডের ব্যাংকিং নেই। প্রিয় ধারাবাহিক বন্ধের মুখে। টান পড়েছে ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকলের রুটিরুজিতে। কেউ কেউ সামান্য যা ব্যাংকিং করে রেখেছিলেন, তাও শেষ অথবা শেষের পথে।

স্টার জলসার ‘শ্রীময়ী’ আগে শুট করা পর্বের সম্প্রচার শেষ হচ্ছে ২ জুন। ‘খড়কুটো’ দেখা যাবে ৪ জুন পর্যন্ত।

শুট করা পর্বে মোহর দেখা যাবে ১ জুন পর্যন্ত। ‘দেশের মাটি’ ধারাবাহিক আগে শুট করা পর্ব দেখা যাবে ২ জুন পর্যন্ত । এছাড়া জি বাংলার ‘মিঠাই’, করুণাময়ী রাণী রাসমণির মতো জনপ্রিয় ধারাবাহিকগুলো ভবিষ্যত নিয়ে চিন্তায় সবাই। আবার কবে শুটিং শুরু হবে তার অপেক্ষায় টলিপাড়া।

এ বিভাগের আরো খবর