বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তারিন-লিটুসহ তারকাবহুল ‘১৯৭১ সেইসব দিন’

  •    
  • ৩১ মে, ২০২১ ১৮:৫৫

তারিন জানান, একটি পরিবারের গল্প থাকছে সিনেমায়। যেখানে তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের যুদ্ধদিনের নানা বিষয় উঠে আসবে। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন লিটু আনাম, ফেরদৌস ও সজল।

অভিনেত্রী-নির্দেশক হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা ১৯৭১ সেইসব দিন। সারকারি অনুদানের সিনেমাটির তৃতীয় লটের শুটিং শেষ হয়েছে সম্প্রতি। সিনেমার মূল চরিত্রসহ গুরুত্বপূর্ণ সব চরিত্রে কাজ করছেন দেশের নামকরা সব অভিনয়শিল্পীা।

তৃতীয় লটের শুটিংয়ের পর সিনেমাটির চরিত্রগুলোর কিছু ছবি প্রকাশ করেছেন পরিচালক।

নিউজবাংলাকে হৃদি হক বলেন, ‘আমরা কিছুদিন আগেই সিনেমার তৃতীয় লটের শুটিং শেষ করেছি। আর দুটি লটের শুটিং করতে হবে। আশা করছি কয়েক মাসের মধ্যেই সিনেমার দৃশ্যধারণ শেষ করতে পারব।’

তিনি আরও জানান, একটি পরিবারের গল্প থাকছে সিনেমায়। যেখানে তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের যুদ্ধদিনের নানা বিষয় উঠে আসবে। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন লিটু আনাম, ফেরদৌস ও সজল।

সিনেমায় আরও আছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, গীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, সাহজিদা প্রীতি, আনিসুর রহমান মিলন, অর্ষা, মৌসুমী হামিদসহ আরও অনেকে।

১৯৭১ সেইসব দিন সিনেমায় হৃদি হক ও ফেরদৌসের লুক। ছবি: সংগৃহীত

গল্পের মূল ভাবনা হৃদি হকের বাবা দেশবরেণ্য নাট্যজন ড. ইনামুল হকের। সিনেমার সংগীত পরিচালনা করছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র। সাউন্ড ডিজাইনে আছেন অমিত চ্যাটার্জি।

১৯৭১ সেইসব দিন সিনেমায় সেটে অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমার দৃশ্যধারণ। সুযোগ পেতেই আবার সিনেমার কাজ শুরু করেছেন হৃদি হক।

এ বিভাগের আরো খবর